1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভিডিও শো' নিয়ে ফেসবুক

১০ আগস্ট ২০১৭

লড়াইটা এবার ভালোই জমবে৷ এখন থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকে একটি ভিডিও ট্যাব থাকবে, যেখানে টিভি শো, সিরিয়াল এ সব দেখা যাবে৷ এই ফিচার চালু করার মাধ্যমে ইউটিউব ও টিভি নেটওয়ার্কগুলোর সঙ্গে শুরু হল ফেসবুকের নতুন লড়াই৷

https://p.dw.com/p/2hyi5
Facebook Quartalszahlen Mark Zuckerberg
ছবি: picture alliance / dpa

কয়েক ঘণ্টা আগে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একটি পোস্ট দেন৷ সেখানে তিনি লেখেন, ‘‘আমরা মনে করি, লেন্সের মধ্য দিয়ে অনেক কিছুই নতুন করে ভাবা সম্ভব – এমনকি ভিডিও দেখাসহ৷ ভিডিও শো দেখা আর পরোক্ষ থাকা উচিত না৷ এর সঙ্গে যুক্ত হওয়া এবং সরাসরি অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ থাকা উচিত৷''

নতুন এই ফেসবুক প্রডাক্টের নানা ফিচার সম্বলিত একটি ভিডিওসহ এই পোস্টে জাকারবার্গ আরো বলেন, ‘‘সেজন্য আমরা একটি ওয়াচ ট্যাব চালু করছি ফেসবুকে৷ এর মাধ্যমে আপনি শো দেখতে পারবেন, বন্ধুরা কি শো দেখছে তা জানতে পারবেন, এপিসোড চলতে চলতেই চ্যাট করতে পারবেন, প্রিয় শো ও এর নির্মাতাদের ফলো করতে পারবেন৷''

আপাতত যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে এই নতুন ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক৷ এই ফিচারের মাধ্যমে রিয়ালিটি থেকে শুরু করে কমেডি শো, এমনকি সরাসরি বিভিন্ন খেলা উপভোগ করতে পারবেন এর ব্যবহারকারীরা৷

ফেসবুকের এই নতুন উদ্যোগকে টিভি ও ইউটিউবের ওপর একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে৷

বিভিন্ন জরিপে দেখা যায়, এমনিতেই মানুষ টিভির চেয়ে অনলাইনে বেশি ঝুঁকছেন৷ তাই অধিকাংশ টিভি শো-এর অনলাইন ভার্সন চালু করে সে ঘাটতি মেটাচ্ছে৷ কিন্তু ফেসবুকে এসব শো চালু হলে তাদের গ্রাহকসংখ্যার বিচারে এটিই হতে যাচ্ছে ভিডিও দেখার সবচেয়ে বড় প্লাটফর্ম৷

সবশেষ এ বছর জুন মাসের হিসেবে দেখা যায়, ফেসবুকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা দু'শ কোটি ছাড়িয়েছে৷ আর ইউটিউবের গ্রাহক দেড়শ' কোটি৷

এর আগে, ফেসবুকে অফলাইন ভিডিও আপলোড এবং ফেসবুক লাইভ ভিডিও অপশন চালু করা হয়৷ এগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷ গত বছর জাকারবার্গ জানিয়েছিলেন, প্রতিদিন ৫০ কোটি ব্যবহারকারী ১০ কোটি ঘণ্টা ফেসবুক ভিডিও দেখেন৷

তার আগে, ২০১২ সালে ১০০ কোটি ডলারে  ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক৷ কয়েক বছরের মধ্যেই ইনস্টাগ্রামই হয়ে যায়, ছবি শেয়ারিংয়ের সবচেয়ে বড় সামাজিক প্লাটফর্ম৷ এখন এই অ্যাপের ব্যবহারকারী ৭০ কোটি৷ ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ব্যবহারকারীরা ৪০০ কোটি ছবি আপলোড করেছে এখানে৷ ইনস্টাগ্রামের এখনকার বাজারমূল্য ৩,৫০০ কোটি ডলার৷

তাই মার্ক জাকারবার্গের সাফল্যের ধারাবাহিকতা ভিডিও শো'তেও দেখা যাবে বলেই মনে করছেন নেটিজেন এক্সপার্টরা৷

আপনিও কি মনে করেন, ফেসবুক ভিডিও ট্যাব চালু হলে সবাই ভিডিও দেখতে এতেই ঝুঁকবে? মতামত জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য