1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটি বৈষম্যমূলক টুইট!

২৭ মার্চ ২০১৬

চ্যান্সেলর ম্যার্কেলের সিডিইউ দলের রাজনীতিবিদ এরিকা স্টাইনবাখ টুইটারে একটি ছবি প্রচার করেছেন, যা ২০১১ সালে ভারতে তোলা, স্টাইনবাখের নিজের তোলা নয়৷ ছবিটির অপব্যবহার নিয়ে অনেকেই অসন্তুষ্ট৷

https://p.dw.com/p/1IJTi
এরিকা স্টাইনবাখের ছবি
ছবি: Getty Images/AFP/J. Eisele

এরিকা স্টাইনবাখের টুইটটির পটভূমি হলো, চলতি উদ্বাস্তু সংকট এবং জার্মানিতে তা নিয়ে বিতর্ক ও বিভাজন৷ জার্মানিতে গতবছর দশ লক্ষের বেশি উদ্বাস্তু এসে পৌঁছেছে৷ এক্ষেত্রে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের গোঁড়া রক্ষণশীল অংশের একজন প্রথম সারির প্রতিনিধি এরিকা স্টাইনবাখ স্বভাবতই উদ্বাস্তুদের প্রতি ম্যার্কেলের স্বাগতম নীতির বিরোধী৷ একদিকে তিনি যেমন ম্যার্কেলের একক সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করেছেন, অপরদিকে একটি টুইটের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে, উদ্বাস্তুদের আগমনের ফলে জাতিগত জার্মানরা তাদের নিজেদের দেশেই সংখ্যালঘু হয়ে উঠতে পারে, এই তাঁর আশঙ্কা৷ আশঙ্কাটি যেমন পরিসংখ্যানগতভাবে ভ্রান্ত ও অমূলক, তেমনই বিভ্রান্তিকর সপ্তাহ তিনেক আগে করা স্টাইনবাখের এই টুইটে একটি ছবির ব্যবহার৷

ছবিটি তোলা হয় ২০১১ সালে দক্ষিণ ভারতের চেন্নাই শহরের একটি অনাথাশ্রমে, যেখানে প্রায় ১৭৫ জন শিশুর বাস৷ এক অস্ট্রেলীয় দম্পতি তাদের সোনালি চুল আর সাদা গায়ের রঙের বাচ্চাকে নিয়ে হঠাৎই হাজির হন এবং এই ছবিটি তোলেন৷ সুন্দর ছবি, মিষ্টি ছবি৷ এরিকা স্টাইনবাখের টুইটে সেই ছবির মানে হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ আলাদা৷ শিরোনাম দিয়েছেন ‘জার্মানি ২০৩০ সাল; নীচে অনাথাশ্রমের যে সব বাচ্চা দেখা যাচ্ছে, তারা যেন সবাই জার্মানিতে আশ্রয় নেওয়া উদ্বাস্তু-অভিবাসীদের সন্তান৷ স্টাইনবাখ ইঙ্গিত করছেন যে, ২০৩০ সালে জার্মানি এমনভাবে বিদেশিদের সন্তানে ভরে যাবে যে, শ্বেতাঙ্গ-স্বর্ণকেশ জার্মান শিশুদের শুনতে হবে, ‘ভোহেয়ার কমস্ট ডু ডেন?' – ‘তুই আসছিস কোথা থেকে?'

ছবিটা ইন্টারনেটে এলো কোথা থেকে? সে প্রশ্ন তোলে জার্মানির এক টেলিভিশন কেন্দ্র৷ খোঁজখবর করে জানতে পারে যে, এক মার্কিন ম্যাগাজিনের ফটো-কমিউনিটিতে অস্ট্রেলিয়ার কোনো এক ব্যবহারকারী ছবিটি আপলোড করেন ২০১২ সালে৷ ব্যবহারকারী ছিলেন খোড়োচুল শিশুটির বাবা স্বয়ং৷ কপিরাইট যারই হোক না কেন, ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে – অনেকেই তার সঙ্গে এরিকা স্টাইনবাখ সুলভ জাতিবৈষম্যসূচক মন্তব্য জুড়ে দেন৷ স্টাইনবাখ নিজে অবশ্য পরে বলেন, উদ্বাস্তুর স্রোতে উদ্বিগ্ন কোনো এক জার্মান নাগরিক নাকি তাঁকে ছবিটি পোস্ট করেছিলেন৷

মনে রাখতে হবে, এরিকা স্টাইনবাখ সিডিইউ দলের মানবাধিকার সংক্রান্ত মুখপাত্র৷ দিন দশেক আগের একটি টুইটে তিনি দলনেত্রীর উদ্বাস্তু নীতির সমালোচনা করে লিখেছেন, ‘‘সেপ্টেম্বর যাবৎ জার্মান সংসদের সম্মতি ছাড়াই সব কিছু চলেছে৷ একনায়কতন্ত্রের মতো!''

উদ্বাস্তু বা শরণার্থী সংকট কি জাতিবৈষম্যের মনোভাব সৃষ্টি করছে? জানান মন্তব্যের ঘরে৷

এসি/এসিবি (ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান