1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিমা টারহিনি

১৩ জুলাই ২০১৭

ডিমা টারহিনি কাজ করেন ডয়চে ভেলের আরবি সংবাদ বিভাগে৷ আরব দুনিয়ায় তাঁর ব্যাপক পরিচিতি৷ তাঁকে মানুষ চেনে বিশ্বাসী সাংবাদিক হিসাবে৷

https://p.dw.com/p/2gT2x

২০০৫ সালে ডয়চে ভেলেতে আসার আগে তিনি দুবাইভিত্তিক সিএনবিসি অ্যারাবিয়ায় উপস্থাপক ছিলেন৷ এর আগে তিনি ইরাক, কসোভোর মতো সংঘাতপূর্ণ এলাকায় আল জাজিরার হয়ে কাজ করেন৷ গৃহযুদ্ধের সময় তিনি লেবাননে বেড়ে ওঠেন৷ তাঁর প্রয়াত রাজনীতিক বাবা তাঁর মনে রাজনীতি শেখার উচ্চাকাঙ্ক্ষা গেঁথে দিয়েছিলেন৷ তবে হতে বলেছিলেন সাংবাদিক৷ ইউরোপে বসে সাংবাদিক হিসাবে কাজ করতে গিয়ে তিনি পশ্চিমের সঙ্গে আরব দুনিয়ার ভুল বোঝাবুঝিগুলো আরো বৃহত্তর আঙ্গিকে দেখার সুযোগ পান৷ কিভাবে এই দুই সংস্কৃতির মানুষ একে অন্যের কাছ থেকে শিখতে পারে, সেটা তিনি এখানে বুঝেছেন৷ আত্মস্বীকৃত এই ‘সংবাদ মাতাল’ এবং কর্মপ্রিয় মানুষটার জানার আগ্রহ অনেক৷ তিনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতেও ভালোবাসেন৷ এটাই তাঁকে বার্লিনে নিয়ে এসেছে৷ তিনি বলে থাকেন, জার্মানিতে আসা এবং ডয়চে ভেলের আন্তর্জাতিক সহকর্মীদের কাছ থেকে শেখার এই সুযোগ তাঁকে আরো বেশি করে সুবিন্যস্ত হতে এবং কাজে মনোযোগী হতে সাহায্য করেছে৷