1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাই আরো সবুজ পৃথিবী

২২ এপ্রিল ২০১৬

আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস৷ জাতিসংঘে ১৬৫ টি দেশের অংশগ্রহণে স্বাক্ষরিত হচ্ছে ‘প্যারিস জলবায়ু চুক্তি'৷ ধরিত্রী দিবস পালন এবং ‘জলবায়ু চুক্তি' স্বাক্ষরের অভিন্ন উদ্দেশ্য – পৃথিবীকে বাসযোগ্য রাখা৷

https://p.dw.com/p/1IaiK
ধরিত্রী দিবসের প্রতীকী ছবি
ছবি: Colourbox

[No title]

ওয়ার্ল্ড আর্থ ডে, অর্থাৎ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে বিশ্বের প্রায় সব দেশে অসংখ্য ভাষায় চলছে সবার প্রতি পৃথিবীকে সজীব, সবুজ রাখতে উদ্যোগী হবার আহ্বান৷ শুধু ব্যক্তি, গোষ্ঠী বা দেশের সাময়িক সুবিধার কথা ভেবে পরিবেশ ধ্বংস না করার এ আহ্বানে বৈচিত্রের অভাব নেই৷

এই দিনটিকে সামনে রেখে জাতিসংঘও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে৷ পৃথিবীকে আরো সবুজ করার অনুরোধ নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে ভিডিও গেম জগতের জনপ্রিয় চরিত্র ‘অ্যাংরি বার্ডস'৷

বিশেষ ডুডলের মাধ্যমে গুগলও ‘আর্থ ডে' পালন করছে৷ ডুডলটিতে ইংরেজি ‘ও' অক্ষরটিকে ঘূর্ণায়মান পৃথিবীর মতো করে দেখিয়েছে গুগল৷

বিভিন্ন দেশের শিল্পীরাও নিজের অবস্থান থেকে সর্বস্তরে পরিবেশ সচেতনতা বাড়ানোর বিষয়ে ভূমিকা রাখছেন৷ ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের নির্বাচিত বিষয়ও তাই ধরিত্রী দিবস৷

অস্কার বিজয়ী হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও-ও ধরিত্রী দিবসে চলচ্চিত্রের বিষয় ছেড়ে পরিবেশ নিয়েই কথা বলবেন৷ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুক্রবার যে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হবে সেই অনুষ্ঠানে তিনিও থাকছেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ, ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অনেক বিশ্বনেতাই থাকছেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে৷

প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস করার সর্বাত্মক উদ্যোগ আরো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য