1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ২৭ জন সমকামী আটক

১৯ মে ২০১৭

বাংলাদেশে ২৭ জন সমকামীকে আটক করেছে র‌্যাব৷ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে৷ র‌্যাবের দাবি, ‘‘স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়৷ তাদের কাছে কিছু মাদক পাওয়া গেছে৷’’

https://p.dw.com/p/2dEjr
Bangladesch IS-Anschlag in Dhaka - Rapid Action Batallion
র‌্যাব-এর একটি দল তাদের আটক করে (ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa

র‌্যাব-১০-এর একটি দল শুক্রবার ভোর রাত তিনটার দিকে ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটিবাজার ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে ওই ২৭ সমকামীকে আটক করে৷ এ সময় কমিউনিটি সেন্টারের মালিককেও আটক করা হয়৷

বেলা সাড়ে ১১টায় ঢাকার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, ‘‘২০টি জেলা থেকে সমকামীরা ওই কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছিল৷ তারা প্রতি দুই মাসে একবার সেখানে জড়ো হয়৷’’

তিনি আরও বলেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে৷ এ সময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়৷’’

আমাদের অভিযানের সময় সমকামিতার কোনো ঘটনা ঘটেনি: র‌্যাব-১০-এর অধিনায়ক

তিনি ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, ধৃতদের ব্যাপারে স্থানীয় লোকজনই তথ্য দিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে৷

তবে তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে কোনো মামলা হয়নি৷ জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান, ‘‘আমাদের অভিযানের সময় সমকামিতার কোনো ঘটনা ঘটেনি৷ কিছু মাদক পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে৷’’

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘বিকেলে র‌্যাব আমাদের কাছে ২৮ জনকে হস্তান্তর করেছে৷ তাদের বিরুদ্ধে গাঁজা ও ইয়াবা দখলে রাখা এবং সেবনের অভিযোগে মামলা হয়েছে৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলায় কাল (শনিবার) আমরা তাদের আদালতে চালান করব৷’’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এ ধরনের মামলায় রিমান্ড চাওয়ার কোনো সুযোগ নেই৷ আমরা রিমান্ড চাইব না৷’’

এ ধরনের মামলায় রিমান্ড চাওয়ার কোনো সুযোগ নেই: ওসি মনিরুল ইসলাম

বাংলাদেশে সমকামীদের আটকের ঘটনা এই প্রথম নয়৷ গত বছর ( ২০১৬) পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন ‘রংধনু’ র‌্যালী বের করার চেষ্টাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে ৪ জন সমকামীকে আটক করে পুলিশ৷ তারা তখন একটি বেসরকারি টিভি চ্যানেলকে এলজিবিটি আন্দোলনের পক্ষে তাদের মতামত দিচ্ছিলেন৷

গত বছরের ২৫ এপ্রিল সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকায় বাড়িতে ঢুকে সমকামীদের অধিকার বিষয়ক ম্যাগাজিন ‘রূপবান’ সম্পাদক সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা৷ সেই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি৷

নিহত জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নান এই হত্যা মামলার তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন৷ তিনি ডয়চে ভেলেকে গত ২৫ এপ্রিল বলেন, ‘‘আমরা পুরোপুরি হতাশ৷ এখনো হত্যাকন্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ আমাদের তদন্তের কোনো অগ্রগতিও জানায়নি পুলিশ৷’’

২৭ জন সমকামীকে গ্রেপ্তারের পর এলজিবিটি মুভমেন্টের সঙ্গে জড়িত কারো প্রতিক্রিয়া জানা যায়নি৷ তবে নানা পর্যায়ে কথা বলে জানা গেছে, জুলহাজ-তনয় হত্যাকাণ্ডের পর বাংলাদেশে এলজিবিটি অধিকার সংক্রান্ত তৎপরতা থমকে গেছে৷ তাদের ওপর পুলিশের নজরদারী এবং চাপও বেড়ে গেছে৷ যারা সক্রিয় ছিলেন, তাদের একাংশ দেশের বাইরে চলে গেছেন৷ আর যারা আছেন, তারা এখন আর প্রকাশ্যে কোনো তৎপরতা চালাচ্ছেন না৷

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...