1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে গুলিতে ৫০ জন নিহত

২ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যাল চলার সময় বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন লাস ভেগাস মেট্রো পুলিশের শেরিফ জোসেফ লোম্বার্ডা৷ আহত হয়েছেন প্রায় ৪০৬ জন৷

https://p.dw.com/p/2l5PE
USA Schießerei in Las Vegas
ছবি: Getty Images/D. Becker

এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণহারে গুলি চালিয়ে মানুষ মারার ঘটনা বলে মনে করা হচ্ছে৷

রবিবার ঐ উৎসব চলার সময় উৎসবস্থলের পাশের ‘ম্যান্ডালে বে’ নামের একটি হোটেলের ৩২ তলা থেকে গুলি ছোড়া হয় বলে সোমবার এক ব্রিফিংয়ে জানান লোম্বার্ডা৷ হামলাকারীকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি৷

লাস ভেগাস মেট্রো পুলিশের এই শেরিফ বলেন, হামলাকারী একাই হামলা চালিয়েছেন৷ তাঁর নাম স্টেফেন প্যাডোক৷ বয়স ৬৪৷ তিনি লাস ভেগাসেরই বাসিন্দা৷ 

এদিকে, মেরি লু ডেনলি নামে এশীয় যে নারীকে পুলিশ খুঁজছিল তাঁকে পাওয়া গেছে বলে ধারণা করছেন লোম্বার্ডো৷ ঐ নারী হামলাকারীর সঙ্গী ছিলেন বলে জানান তিনি৷

তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে৷ তাদের দাবি, হামলাকারী কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন৷ আইএস এর সংবাদমাধ্যম আমাক এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স৷

নিহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

সমবেদনা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও৷ 

প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

ফ্রান্সে ছুরি হামলায় নিহত দুই

ফ্রান্সের মার্সেই শহরের প্রধান রেলস্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে দুই নারীকে হত্যা করেছে৷ রবিবার এই ঘটনা ঘটে৷ তার আগের দিন হামলাকারীকে পুলিশ দোকানে চুরির অপরাধে আটক করেছিল ও পরে ছেড়ে দিয়েছিল বলে জানা গেছে৷ পুলিশ বলছে, হামলাকারীর নাম সন্ত্রাসীর তালিকায় ছিল না এবং তার কাছে ফ্রান্সে বসবাসের অনুমতি সংক্রান্ত কোনো কাগজ পাওয়া যায়নি৷

ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে৷ হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী প্রাণ হারান৷

নিহত দুই জনের বয়স ১৭ থেকে ২১-এর মধ্যে৷ তাঁরা ‘কাজিন’ ছিলেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা৷

ক্যানাডায় সন্ত্রাসী হামলা

পশ্চিম ক্যানাডায় একজন পুলিশসহ চার পথচারীকে আহত করার অপরাধে সোমালিয়ার এক শরণার্থীকে আটক করা হয়েছে৷ শনিবার রাতে তিনি প্রথম গাড়ি নিয়ে একজন পুলিশ কর্মকর্তার উপর হামলা চালান৷ এরপর ছুরি দিয়ে ঐ পুলিশ সদস্যকে কয়েকবার আঘাত করে পালিয়ে যান৷ এর কয়েক ঘণ্টা পর এক চেকপয়েন্টে পুলিশ ঐ হামলাকারীকে গাড়িসহ আটক করতে গেলে হামলাকারী গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করেন৷ তবে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করতে সমর্থ হয়৷ ঐ সময় হামলাকারীর গাড়ির আঘাতে চার পথচারী আহত হন৷

গ্রেপ্তার হওয়া সোমালীয় শরণার্থীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে৷

হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে৷ হামলাকারীর গাড়িতে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর পতাকা পাওয়া গেছে৷

এদিকে, পুলিশ বলছে, ৩০ বছর বয়সি হামলাকারীর বিরুদ্ধে দুই বছর আগে সন্ত্রাসী মতবাদ প্রচারের অভিযোগে তদন্ত হয়েছিল৷ তবে তাকে ‘হুমকি’ বলে মনে হয়নি বলেও জানিয়েছে পুলিশ৷

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)