1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণী নিয়ে জার্মান ফ্যানরা বিপাকে

৭ জুলাই ২০১০

এবারের বিশ্বকাপ ফুটবল খেলায় গণকের ভূমিকায় নেমেছে এক অক্টোপাস৷ কে জিতবে আর কে হারবে তা ঠিকঠাক বলে দিচ্ছিল এই গণক৷ কিন্তু শেষ পর্যায়ে এসে তার ভবিষ্যদ্বাণী জার্মান ফ্যানদের চমকে দিচ্ছে৷

https://p.dw.com/p/OCvX
স্পেনই জিতবে - বলছে পল নামের অক্টোপাসটিছবি: AP

সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে খেলতে যাচ্ছে নাকি স্পেন৷ আর এরকম পূর্বাভাসই দিয়েছে অক্টোপাস পল৷ যাকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ হৈ চৈ পড়ে গেছে জার্মানির ফুটবল প্রেমীদের মধ্যে৷ মিডিয়াতে প্রতিদিনই তার প্রসঙ্গ৷ কিন্তু কোথা থেকে এলো এই অক্টোপাস!

পল নামের অক্টোপাসটির জন্ম ইংল্যান্ডে৷ এখন এটি আছে জার্মানির ওবারহাউজেন শহরের সিলাইফ একুয়ারিয়ামে৷ অক্টোপাসটির আগে থেকে জানান দেওয়ার পদ্ধতিটিও বেশ মজার৷ কাঁচের দু'টি বাক্স৷ প্রতিটিই সম পরিমাণের একই ধরণের খাবার দিয়ে ভরা৷ পার্থক্য শুধু একটাই৷ দু'টি বাক্সে দু'দেশের পতাকা৷ পলের ট্যাংকের নিচের দিকে বাক্স দু'টি রাখা হলে পল প্রথমে ওই খাবারটিই খায় পরের ম্যাচে যে দলটি জিততে চলেছে৷ বিশ্বকাপ ফুটবলে জার্মানির ম্যাচগুলোতে এ পযর্ন্ত তার সবকটি পূর্বাভাসই সত্যি হয়েছে৷ কিন্তু এবার যখন জার্মানির বাক্সটির দিকে প্রথম দিকে একটু এগিয়ে পরক্ষণেই স্পেনের বাক্সটির খাবার খেলো পল তখনই ঘটলো বিপত্তি৷ ফ্যানরা ভাবছে, অক্টোপাস পলের ভীমরতি ধরল নাকি! জার্মানির এমন নিখুঁত দল৷ ইংল্যান্ড, আর্জেন্টিনাকে যারা অনায়াসে বাড়ি পাঠিয়ে দিয়েছে তাদের হারানো চাট্টিখানি কথা নয়৷ এমনও শোনা যাচ্ছে, পলের এবারকার ভবিষ্যদ্বাণী যদি মিলে য়ায় তাহলে তার স্থান হয়ে যাবে খাবারের টেবিলে৷

প্রাণীসংরক্ষণবাদীরা অবশ্য পলকে নিয়ে এই তামাশায় আপত্তি তুলছেন৷ তাদেরই সংগঠন পেটার সমুদ্র জীববিজ্ঞানী ডক্টর তানিয়া ব্রাইনিং বলেছেন, এরকম এক বুদ্ধিমান অক্টোপাসকে বন্দি রাখা, তাকে গণক হিসেবে ব্যবহার করা এবং তারপর ফলটা পছন্দ না হলে তাকে ফ্রাইং প্যানে বসিয়ে দেয়া হবে খুবই অকৃতজ্ঞের কাজ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক