1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোপাস বলল, চ্যাম্পিয়ন হবে স্পেন

৯ জুলাই ২০১০

এতদিনে অক্টোপাস পল’এর কথা কেউ শোনেননি, এমন কেউ কি আছেন? না থাকারই কথা৷ কারণ বিশ্বকাপে জার্মানির ছয়টি খেলার ফলাফল সম্পর্কে শতভাগ সঠিক ভবিষ্যদ্বাণী করে পল এখন বিশ্বকাপের ‘রিয়েল’ মানে আসল নায়কে পরিণত হয়েছে৷

https://p.dw.com/p/OFEe
octopus spain world cup অক্টোপাস স্পেন বিশ্বকাপ
এবার স্পেনের পাত্র বেছে নিল অক্টোপাসছবি: AP

যদিও অনেক জার্মান সমর্থকের কাছে সে এখন রীতিমত খলনায়ক৷ কারণ সেমিফাইনালে পল বলেছিল, জার্মানি হারবে৷ ঠিক তাই হয়েছে৷ এজন্য খেলা চলার সময় স্পেন যখন এক গোলে এগিয়ে ছিল তখন অনেক জার্মানকেই পলের বিরুদ্ধে গান গাইতে শোনা গেছে৷

যাক, এগুলোতো সব পুরনো খবর৷ নতুন খবর হলো, প্রথমবারের মত বিশ্বচ্যাম্পিয়ন হতে যাচ্ছে স্পেন৷ বলছে পল৷ আর জার্মানি গতবারেরই পুনরাবৃত্তি করতে যাচ্ছে, অর্থাৎ তৃতীয়৷ আজ এসব ভবিষ্যদ্বাণী করলো পল৷ টেলিভিশনে তা সরাসরি প্রচারও করা হয়েছে৷ সুতরাং বুঝতেই পারছেন, পল এখন কতটা জনপ্রিয়! আবার বহু জার্মানের কাছে সে অপ্রিয়৷

এদিকে সেমিফাইনালে জার্মানদের বিপক্ষে বলায় পল'কে এখন খাবার টেবিলে পরিবেশন করার সময় হয়েছে, বলে মনে করছেন কেউ কেউ৷ অনেকে তাকে ‘সুসি' করে খেয়ে ফেলার কথাও বলছেন! আর তাঁদের এই ধরণের মন্তব্যে রীতিমত শঙ্কিত পরিবেশবিদ ডানিয়েল ফে৷ তিনি বলছেন, তাঁর গ্রুপের একজনকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে পলকে দেখে রাখার৷ যেন কেউ তার কিছু করতে না পারে৷

এছাড়া স্বয়ং স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ সাপাতেরো'ও শঙ্কা প্রকাশ করেছেন পলের ভবিষ্যৎ নিয়ে৷ তাইতো মজা করে তিনি বললেন, পলের জন্য তিনি বডিগার্ড অর্থাৎ নিরাপত্তা প্রহরী পাঠানোর চিন্তাভাবনা করছেন! তবে প্রধানমন্ত্রীর চেয়ে এক্ষেত্রে এক কাঠি সরস মনে হচ্ছে দেশটির শিল্পমন্ত্রী মিগেল সেবাস্তিয়ানকে৷ কারণ তিনি পলের নিরাপত্তায় শঙ্কিত হয়ে তাকে স্পেনে নিয়ে যাওয়ার কথা বলছেন৷

এবার একটু পলের অতীত সম্পর্কে বলে নিই৷ আড়াই বছরের পলের জন্ম ইংল্যান্ডে৷ তবে এখন বাস জার্মানির ওবারহাউজেন শহরের সি-লাইফ অ্যাকুয়ারিয়ামে৷ অ্যাতো কিছুর মধ্যে একটা দুঃখের কথা হচ্ছে, এই পলের জন্য এটাই শেষ বিশ্বকাপ৷ কারণ অক্টোপাসেরা সাধারণত তিন বছর বাঁচে৷ সে হিসেবে পল আর বেশিদিন কিন্তু নেই এই ধরাধামে৷

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী খেলাটা হবে আগামীকাল৷ জার্মানি আর উরুগুয়ের মধ্যে৷ আর রবিবারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে হল্যান্ড৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক