1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অদ্ভুত, মনোমুগ্ধকর নাচ ‘ঝুমুর’

পায়েল সামন্ত কলকাতা
২৫ ডিসেম্বর ২০১৭

ঝুমুর গান মূলত প্রাচীন ধারার লোকসংগীত৷ অনেককাল আগে, বিশেষ করে সাঁওতালদের মাঝে, এটির প্রচলন ছিল৷ প্রাচীন বাংলার বিভিন্ন জনপদেও এ নাচের কথা উল্লেখ রয়েছে৷ বাংলার অন্যতম প্রাচীন জনপদ, রাঢ় এবং তৎসংলগ্ন অঞ্চলে লোকসংগীতের একটি প্রকার হলো ঝুমুর৷ সুরের বিচারে ঝুমুর মূলত বাংলা লোকগানের একটি প্রধান ধারা৷

https://p.dw.com/p/2pvv4