1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকাংশ ক্ষেত্রেই দিন বদলের ছোঁয়া লাগেনি

২৮ ডিসেম্বর ২০১০

বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের বলেছেন, সরকারের লক্ষ্য - দিন বদলের ছোঁয়া এখনো অধিকাংশ ক্ষেত্রেই লাগেনি৷ যাঁরা দিন বদলের কথা বলে মুখে ফেনা তুলছেন তাদের মন মানসিকতায় আসেনি পরিবর্তন৷

https://p.dw.com/p/zqmB

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং শাসক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি৷ তিনি সরকারের দুই বছরের মূল্যায়ন করতে গিয়ে বলেন, এখনো বেশিরভাগ ক্ষেত্রে দিনবদলের ছোঁয়া লাগেনি৷ মন্ত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন প্রসাধনীর মত অফিসে অফিসে কম্পিউটার সাজিয়ে রাখলেই দিন বদল হয়না৷ অধিকাংশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দৈনন্দিন কাজের কোন আপডেট থাকেনা৷ ওয়েবসাইটগুলোতে শুধু মন্ত্রীর শপথ গ্রহণ আর সরকারের প্রথম দিককার কাজের কিছু ছবি দেখা যায়৷ যারা দিন বদলের কথা বলে মুখে ফেনা তুলছেন তাদের মন মানসিকতা এখনো বদলায় নি বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা৷

ওবায়দুল কাদের বলেন, সংসদীয় কমিটিগুলো সরকারের গঠনমূলক সমালোচনা করে মন্ত্রণালয়গুলোকে তটস্থ রেখেছে৷ এতে কাজের গতি ও মান কিছুটা বেড়েছে৷ তবে প্রশাসনিক কাজ এখনো চলছে অ্যানালগ পদ্ধতিতে৷ ডিজিটাল শুধু মুখেই আছে৷

তিনি বলেন, বিরোধী দল সংসদে অনুপস্থিত থেকে সংসদকে অকার্যকর করলেও তারা সংসদীয় কমিটির বৈঠকে নিয়মিত উপস্থিত থাকছেন৷ বিরোধী দলের সংসদ সদস্যদের ভূমিকা সংসদীয় কমিটিগুলোকে গতিশীল করছে, যা অবশ্য ইতিবাচক দিক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক