1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিনায়ক মাশরাফি ও তাঁর চার ‘নায়ক'

২২ নভেম্বর ২০১৬

ভিডিওটি প্রকাশের পর দেড় দিনে শুধু ফেসবুকেই নাকি দেখা হয়েছে ১০ লাখের বেশি বার৷ কী আছে সেই ভিডিওতে? কাঁরা আছেন? আছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি৷ আরো আছেন তাঁর চেয়েও বড় চার তারকা৷

https://p.dw.com/p/2T3lr
ইউটিউবে মাশরাফির স্ক্রিনশট
ছবি: youtube.com

হ্যাঁ, এক অর্থে মাশরাফির চেয়েও বড় তারকা তাঁরা৷ মাশরাফিও তা মনে করেন৷ ওই চারজনের একজন আব্দুল্লাহ৷ তাঁর পা দুটো খুব ছোট আর উল্টানো৷ এমন অস্বাভাবিকতাকেও প্রতিবন্ধকতা হতে দেননি আব্দুল্লাহ৷ সে কারণেই মাশরাফিও তাঁকে চেনেন, মন থেকে শ্রদ্ধা করেন৷ সদরঘাটে গেলে আপনিও হয়ত দেখবেন আব্দুল্লাহকে৷ শ্রদ্ধাও করবেন৷ এমন মানুষকে শ্রদ্ধা করতেই হয়৷ এই ভিডিওটি যে-ই দেখবে, শ্রদ্ধায় নুয়ে আসবে তাঁর মাথা৷ শুধু আব্দুল্লাহ নন, আরো তিনজন এমন বাস্তব জীবনের নায়ক আছেন এই ভিডিওতে৷

ওপরের ভিডিওটি দেখেছেন? এখনো না দেখে থাকলে দেখুন একবার৷ শেষে বাংলাদেশের জাতীয় সংগীতের সুর বেজে উঠতেই মাশরাফিসহ সবাই যে উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন, তা দেখেছেন তো? দেখে থাকলে মাবিয়াকেও চিনেছেন নিশ্চয়ই! বস্তিতে কায়ক্লেশে জীবন কাটে তাঁর৷ সেখান থেকেই স্বপ্ন দেখেছিলেন ভারোত্তোলনে অসাধারণ কিছু করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করার৷ গত ফেব্রুয়ারিতে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জিতে সেই স্বপ্ন পূরণ করেছেন মাবিয়া আক্তার সীমান্ত৷ তাঁর সেই স্বপ্ন পূরণের মুহূর্তটি সবার আবেগকেই খুব নাড়া দিয়েছিল৷ পদক গ্রহণ শেষে জাতীয় সংগীতের সুর বেজে ওঠার পর জাতীয় পতাকাকে সালাম জানানোর সময় কান্নায় ভেঙে পড়েছিলেন মাবিয়া৷ ১০ মিনিটের এই ভিডিওটিতে অবশ্য মাবিয়া কাঁদেননি৷ তাঁকে এবং আব্দুল্লাহসহ আরো তিন ‘রিয়েল লাইফ হিরো'কে পাশে পেয়ে গর্বের হাসি হেসেছেন মাশরাফি৷

সম্প্রতি নিজেদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দৈনিক প্রথম আলো৷ এ উপলক্ষ্যেই ভিডিওটি তৈরি করা হয়৷

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান