1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনিশ্চিত জিএসপি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ ফেব্রুয়ারি ২০১৪

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি ফিরে পাবে কিনা – তা নিয়ে এখন অনিশ্চয়তা৷ প্রকাশ্যে যুক্তরাষ্ট্র শর্তপূরণের কথা বললেও, তারা ৫ই জানুয়ারির নির্বাচনকে বিবেচনায় নিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/1B8c2
Bangladesch Textilindustrie
ছবি: AP

গত বছরের ২৭শে জুন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করা হয়৷ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক কখনো জিএসপি সুবিধা না পেলেও, পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিক নিরাপত্তা নিয়েই জিএসপি স্থগিত হয়৷ বিশেষ করে তাজরীন ফ্যাশানস-এ আগুন এবং রানা প্লাজা ধসে মোট ১,৩৪২ জন পোশাক শ্রমিকের মৃত্যু জিএসপি স্থগিতকে ত্বরান্বিত করে৷

স্থগিতের পর জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে ১৬টি শর্ত দেয় যুক্তরাষ্ট্র৷ গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করার পর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, জিএসপি ফিরে পেতে বাংলাদেশ বেশ কিছু কাজ করেছে, তবে আরো অনেক কাজ বাকি৷ গত মঙ্গলবার মার্কিন সহাকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও ঐ একই কথা বলেছেন৷ তিনি বলেন, জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে আরো অনেক কাজ করতে হবে৷ এর সঙ্গে তিনি ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আগের অবস্থানের কথাই জানিয়েছেন৷ বলেছেন, সংলাপ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা৷

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অবশ্য দাবি করেছেন, জিএসপি ফিরে পেতে ১৬টি শর্তের মধ্যে ১৩টি পূরণ করা হয়েছে৷ বাকি তিনটি আরো দুই মাসের মধ্যেই পূরণ করা সম্ভব৷ সেগুলো হলো: পোশাক কারাখানার জন্য ২০০ জন পরিদর্শক নিয়োগ, ইপিজেড এলাকায় ট্রেড ইউনিয়নের সুযোগ এবং ১৯টি পোশাক কারখানায় শ্রমিক নির্যাতনের ব্যাপারে ব্যবস্থা নেয়া৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন ডয়চে ভেলেকে বলেন, পোশাক কারাখানার কাজের পরিবেশ, শ্রমিক নিরাপত্তা, শ্রমিকদের মজুরি এবং ট্রেড ইউনিয়নের সুযোগ দেয়া এই চারটি হলো মূল শর্ত৷ স্বল্প মেয়াদে কিছু শর্ত পূরণ করা গেলেও কাজের পরিবেশ ও শ্রমিক নিরাপত্তার বিষয়টি দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে না৷ কারণ পোশাক কারখানার ভবন মান সম্মত করতে হলে অনেক সময় লাগবে৷ সেটা যুক্তরাষ্ট্রও জানে৷

তিনি বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে হলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয় বুঝতে হবে৷ আর তা হলো ৫ই জানুয়ারির নির্বাচন৷ যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং তার জন্য সংলাপ৷ সেটা নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত তারা জিএসপি সুবিধাকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে৷ এই সময়ে তাদের কথা-বার্তাতেও তা স্পষ্ট হয়েছে বলে তিনি মনে করেন৷

ড. হেলাল বলেন, ৬ই এপ্রিল টিকফার প্রথম রাউন্ডের আলোচনা হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে৷ টিকফা দু'দেশের মধ্যে একটি বাণিজ্যিক ফোরাম হলেও এটা বাণিজ্যেই সীমাবদ্ধ থাকবে বলে তিনি মনে করেন না৷ এখানেও বাংলাদেশের রাজনৈতিক বিষয় গুরুত্ব পেতে পারে৷ তাই তাঁর মতে, আলোচনা শুরু হলেই তা বোঝা যাবে৷

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শুক্রবার বলেছেন, জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে তা ভুল৷ এ জন্য তিনি বিএনপির ‘প্ররোচনাকেও' দায়ী করেন৷ তিনি বলেন, এই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে৷ সুতরাং মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য