‘অনেক গানই তো প্রিয়, কোনটা বলবো বুঝতে পারছি না' | পাঠক ভাবনা | DW | 08.05.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অনেক গানই তো প্রিয়, কোনটা বলবো বুঝতে পারছি না'

আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী৷ এই উপলক্ষ্যে পাঠকবন্ধুরা ফেসবুকে তাঁদের সবচেয়ে প্রিয় গানটির কথা জানিয়েছেন আমাদের, করেছেন মন্তব্য৷

Screenshot der Seite tagoreweb.in

পাঠক সুমন লিখেছেন, ‘‘কবিগুরুর অনেক গানই প্রিয়, কোন রেখে যে কোনটা বলব, সেটাই বুঝতে পারছি না৷''

‘‘কবিগুরুর শুধুমাত্র একটিমাত্র গান কি কারো প্রিয় হতে পারে?'' পাঠক সুমনের মতো অবস্থা অনেকেরই৷ তারপরও অনেকেই চেষ্টা করেছেন একটি গানকে বেছে নিয়ে আমাদের ফেসবুক পাতায় সেটা তুলে ধরতে৷

বন্ধু ইমতিয়াজর সবচেয়ে প্রিয় গান, ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে...'৷

মেহেদী সাব্বীর পছন্দ ‘পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে...'৷ আর দেবাশিস দাসের প্রিয় গান ‘জনগণ মন অধিনায়ক জয় হে...'৷

ইলা পতি কুমার শীলের প্রিয় গান, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে...'৷ এই গানটি অবশ্য বন্ধু মকসুদুল ফারুকেরও সবচেয়ে পছন্দের গান৷

কবিগুরুর ১৫৪তম জন্মবার্ষিকীতে পাঠক মেহেদি আসিফ লিখেছেন, ‘আমি কান পেতে রই' গানটি তাঁর সবচেয়ে প্রিয়৷

সোয়েল রাসেলের প্রিয় গান ‘আমারো পরানো যাহা চায়'৷ তবে এই গানটি কিন্তু আমাদের আরেকজন বন্ধু শংকর মাইতিরও সবচেয়ে পছন্দের গান৷

Bangladeshi singer Dr. Sanjida Khatun

রবীন্দ্রসংগীত শিল্পী সনজীদা খাতুন

ফেসবুকে পাঠকদের মননে কবিগুরুর প্রভাব সম্পর্কে জানাতে গিয়ে বন্ধু রুদ্র প্রতাপ ভুইয়া লিখেছেন, ‘‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সময়ই যেন তাঁর কবিতার লাইনের মতো৷''

নিতুল ত্রিপুরার মন্তব্য, ‘‘রবীন্দ্রনাথ চিরকাল অমর হয়ে থাকবেন আমাদের হৃদয়ের মাঝে৷'' নিতুলের প্রিয় গান ‘আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি...৷''

‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে...' – এই গানটি পাঠক পলাশ কুমার পালের ভীষণ প্রিয়৷

মো. সালাউদ্দিন লিখেছেন, ‘‘কোনটা প্রিয় নয়, তাই বলুন! এই যেমন ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি...', ‘আহা আজি এ বসন্তে...' অথবা ‘হৃদয়ের একূল ওকূল দুকূল ভেসে যায়, হায় সজনি, উথলে নয়নবারি' আমার খুবই প্রিয়৷''

বন্ধু মাকসুদুল হক ফারুকও একটা নয়, বেশ কয়েকটি প্রিয় গানের একটি সুন্দর তালিকা পাঠিয়েছেন:

‘ওগো নদী আপন বেগে পাগল পারা...'

‘তুমি রবে নীরবে...'

‘তুমি কি কেবলই ছবি...'

‘জাগরণে যায় বিভাবরী...'

‘অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি...'

‘মন মোর মেঘের সঙ্গী...'

‘ভালোবেসে যদি সুখ নাহি...'

‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে...'

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন