অন্বেষণ কুইজের ফলাফল (১৬-১৮ মে, ২০১৪) | পাঠক ভাবনা | DW | 19.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের ফলাফল (১৬-১৮ মে, ২০১৪)

এবার অন্বেষণ কুইজের প্রশ্ন ছিলো, ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় হবার পথে প্রথম বাধা কোনটি? সঠিক উত্তর লিথিয়ামের দাম৷ উত্তর এসেছে মোট ৩৯৩টি৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

এবারের বিজয়ী ঢাকার ডাবলু আনোয়ার৷ বন্ধু আনোয়ার, আপনাকে অভিনন্দন৷ দয়া করে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ফেসবুক পেজের মেসেজ বক্সে পাঠিয়ে দিন৷ এছাড়া, যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷

আমাদের অন্বেষণ কুইজ নিয়মিত আয়োজন করা হবে৷ প্রতি শুক্রবার কুইজের প্রশ্ন ফেসবুকে প্রকাশ করা হবে এবং তা চলবে রবিবার পর্যন্ত৷ আর সোমবার আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটের ‘পাঠক ভাবনা' পাতায় প্রকাশ করা হবে বিজয়ী বন্ধুর নাম৷

উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

আবারো ধন্যবাদ সকলকে৷ ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷ একটা ব্যাপার আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি যে, এই কুইজে অংশগ্রহণ করার পরে আর অনেকেই ফেসবুকে বা ওয়েবসাইটে ঢোকেন না৷ কারণ দেখা যায় প্রতি সোমবার বিজয়ী বন্ধুর নাম জানানোর পরও কেউ কেউ তাঁদের পোস্টাল অ্যাড্রেস আমাদের কাছে পাঠান না৷ এতে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হয়৷ আমাদের বিশেষ অনুরোধ যাঁরা অন্বেষণ কুইজে অংশ নিয়ে থাকেন তাঁরা অন্তত একবার হলেও সোমবার ফেসবুকে এবং ওয়েবসাইটের পাঠক ভাবনা-তে দেখবেন কে বিজয়ী হয়েছেন৷ কারণ এর আগের দু'তিনজন বিজয়ী বন্ধুর ঠিকানা আমরা এখনো পাইনি তাই তাদের কাছে পুরস্কার পাঠানো সম্ভব হয়নি৷

এবার মতামত

নাটোরের গড়মাটি থেকে প্রফেসর সোলাইমান মল্লিক ও রীপা মল্লিক লিখেছেন, ‘‘আমার সালাম নেবেন৷ আশা করি ভাল আছেন৷ আমি একসময় শর্টওয়েভ শুনতাম৷ এখন ওয়েবসাইট দেখি৷ সত্যিই অপূর্ব৷ আমি আপনাদের একটি অনুরোধ রাখবো, আপনাদের দীর্ঘদিনের পুরনো বন্ধু পাবনার ডা এস এম এ হান্নান ভাইকে একটি ল্যাপটপ দিন৷ গত রাজশাহীর শ্রোতা সম্মেলনে আপনাদের সকল পাঠক বন্ধু সমর্থন দিয়েছে৷ হয়তো ইতিমধ্যে অনেকে ই-মেলে মত দিয়েছে৷ বিষয়টি ভেবে দেখবেন৷ আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই৷ আমি কুইজে কিভাবে অংশগ্রহণ করবো দয়া করে জানাবেন৷ সবাই ভালো থাকবেন৷''

প্রফেসর সোলাইমান মল্লিক ও রীপা মল্লিক – ডয়চে ভেলে থেকে পুরস্কার পাঠানো হয় কোনো প্রতিযোগিতায় বিজয়ী বন্ধুদের কাছে৷ তাছাড়া ল্যাপটপ পাঠানো হয়েছিলো শুধুমাত্র একবার একটি বিশেষ প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ী বন্ধুকে৷ ডয়চে ভেলে থেকে রাজশাহীতে কখনো শ্রোতা সম্মেলনের আয়োজন করা হয়নি৷ আপনাদের শেষ প্রশ্নের উত্তরে জানাই, অন্বেষণ কুইজ প্রতিযোগিতাটি করা হয় ফেসবুকে, কাজেই এর উত্তরও দিতে হবে ফেসবুকে৷ এ সম্পর্কে আমরা আগেও ‘পাঠক ভাবনা' পাতায় লিখেছিলাম৷

- ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন