অন্বেষণ কুইজ জয়ী বন্ধুকে অভিনন্দন! | পাঠক ভাবনা | DW | 22.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজ জয়ী বন্ধুকে অভিনন্দন!

১৯ থেকে ২১শে সেপ্টেম্বর অন্বেষণ কুইজের প্রশ্ন ছিল – ঘরে বসেই ডাক্তারি পরীক্ষার সুযোগ কিভাবে পাওয়া যেতে পারে? সঠিক উত্তর ‘টেলিমেডিসিন’৷ এ সপ্তাহে উত্তর দিয়েছেন মোট ৩৩২ জন বন্ধু৷

যে বন্ধুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে ডয়চে ভেলে বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ৷ তবে আপনারা তো জানেন, ডিডাব্লিউ প্রতি সপ্তাহেই উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করে৷

সেভাবেই এ সপ্তাহের বিজয়ী – রাশেদ আল ফারুক৷ বন্ধু রাশেদ, আপনাকে অভিনন্দন৷ আপনার কাছে অনুরোধ, পুরস্কার পাঠানোর সুবিধার্থে আপনার ঠিকানাটি আমাদের ফেসবুকে মেসেজ বক্স বা ই-মেলে পাঠিয়ে দিন৷

এছাড়া অন্যান্য সব বন্ধুদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷

উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক এবং টুইটারে মন্তব্য করা যাবে৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন