অন্বেষণ ভালো লাগলো | পাঠক ভাবনা | DW | 31.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ ভালো লাগলো

বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ' দেখলাম অমৃতা পারভেজের উপস্থাপনায়, ভালো লাগলো৷ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানে যাঁদের কণ্ঠ শুনতাম, তাঁদের কণ্ঠও ছিল শুধু দেখা যাচ্ছিল না৷ এখন থেকে নিয়মিত দেখবো অন্বেষণ পর্ব৷

এভাবেই লিখেছেন জলিরপাড়, গোপালগঞ্জ থেকে কানন রানী টিকাদার৷

এইমাত্র আপনাদের টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ'-এর ২৬তম পর্ব ওয়েবসাইটেই দেখে নিলাম৷ বেশ ভালো লাগলো সবগুলো আয়োজন৷ তবে লোহা-লক্কড় দিয়ে মানুষের ভাষ্কর্য – এটা একটা দারুণ ব্যাপার৷ মানুষের উদ্ভাবনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ পরিবেশ বান্ধব গাড়ি নিয়ে প্রতিবেদনটিও দারুণ লাগলো৷ এক কথায় এবারের পর্বটি এক অনন্য আয়োজন৷

পৃথিবীর মানুষগুলো ক্রমেই কেমন যেন হয়ে উঠছে৷ কিভাবে নিজেকে মেলে ধরা যায়, তা নিয়ে পাল্লা চলছে৷ তাই বলে ম্যাডোনার অর্ন্তবাস প্রদর্শনী! তবে অনুষ্ঠানের আয়োজক কমিটি যাঁকে নিয়ে এই কাজ করতে যাচ্ছে তাঁর কোনো নিষেধ না থাকলে তাতে কারই বা কী আসে যায়? আদিকাল থেকে মানুষ বহু কষ্ট করে নিজেকে ঢেকে রাখার কৌশল শিখেছে, এখন আবার সেই পথে ফিরে যাবার মহড়া চলছে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ মো. সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন