1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপারেশন গ্রিন হান্ট পরিকল্পনামাফিকই হবে

১৬ ফেব্রুয়ারি ২০১০

পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে সোমবারের মাওবাদী হামলায় প্রশাসন আদৌ সন্ত্রস্ত নয়৷ মাওবাদীদের বিরুদ্ধে পরিকল্পিত যৌথ অভিযান, অপারেশন গ্রিন হান্ট বন্ধ হবে না৷ জানিয়ে দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার৷

https://p.dw.com/p/M303
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমছবি: AP

চার রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের নিরাপত্তা বৈঠক এবং মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযানের ঘোষণার জবাবেই শিলদায় ইএফআর ক্যাম্পে সোমবার হামলা চালিয়েছে মাওবাদীরা৷ কিন্তু ভীত নয় সরকার৷ অপারেশন গ্রিন হান্ট পরিকল্পনামাফিকই হবে৷ মঙ্গলবার মহাকরণে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী৷ তাঁর কথায়, ‘‘কিছু লোক রাজ্যে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে৷ আতংক ছড়াচ্ছে৷ সন্ত্রাস করছে৷ এই আতংকবাদী শক্তির বিরোধিতা করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, এই ঘটনার পর সেই সিদ্ধান্ত আরও সুদৃঢ় হল৷’’

প্রকাশ্য দিবালোকে, ভরা বাজারে সশস্ত্র বাহিনীর ছাউনিতে এত বড় হামলা কী করে ঘটে গেল, রাজ্য সরকারের কাছে তার তদন্ত রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম কটাক্ষ করেছেন মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল পশ্চিমবঙ্গের সেই সব বুদ্ধিজীবীদের প্রতি, যাঁরা তাঁর কলকাতা সফরের দিন যৌথ অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন৷

শিলদার ঘটনা যে রাজ্য গোয়েন্দা দফতরের ব্যর্থতা, এদিন তা কার্যত স্বীকার করে নেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব অর্ধেন্দু সেন৷

মাওবাদীদের ৬০-৭০ জনের একটি দল যথারীতি ভিনরাজ্য থেকে এসে হামলা করে ফিরে গেছে৷ এদিন শিলদায় সাংবাদিকদের জানান রাজ্য পুলিশের ডিজি ভূপিন্দর সিং৷ মাওবাদী হামলায় নিহত ইএফআর জওয়ানদের এদিন গান স্যালুট দিয়ে বিদায়ী সম্মান জানানো হয়৷ খড়গপুরের কাছে ওই শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত-সহ রাজ্যের পাঁচ মন্ত্রী৷

প্রতিবেদক : শীর্ষ বন্দ্যোপাধ্যায়, কলকাতা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক