1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অবতার’কে পিছনে ফেলে দিল হংকং-এর পর্নো ছবি

২১ এপ্রিল ২০১১

পৃথিবীর প্রতিটি প্রান্তে ‘অবতার’ এ পর্যন্ত সবচেয়ে ব্যবসা সফল ছবি তা আমরা জানি৷ পরিচালক জেমস ক্যামেরন তা নিয়ে ছিলেন বেশ গর্বিত৷ তবে সদ্য জানা গেছে হংকং-এর একটি পর্নো ছবি প্রথম দিনেই ব্যবসা করেছে ২.৮ মিলিয়ন হংকং ডলার৷

https://p.dw.com/p/111jn
অবতার’এর একটি দৃশ্যছবি: 2009 Twentieth Century Fox

হংকং-এ মুক্তি পাওয়ার পর ‘অবতার’ প্রথম দিনেই ২.৬ মিলিয়ন হংকং ডলার ব্যবসা করে৷ আর এই পর্নো ছবিটি প্রথম দিনেই তা ছাড়িয়ে যায়৷ এই ছবিটিও থ্রি ডিতে ছাড়া হয়৷ নাম ‘সেক্স এ্যান্ড জেন: এক্সট্রিম এক্সট্যাসি’৷

পর্নো ছবির প্রচারক বার্তা সংস্থা এএফপিকে একথা জানান৷ গত শুক্রবারে ছবিটি মুক্তি পায় এবং এপর্যন্ত প্রায় ১৫ মিলয়ন হংকং ডলার ব্যবসা করেছে ছবিটি৷

ছবিটি দেখতে হংকং-এর হলগুলোতে ভিড় করছে মানুষরা৷ এই প্রথম কোন পর্নো ছবি থ্রিডি আকারে বাজারে এল৷ ছবিটি চীনের ক্যানটনিজ ভাষায় তৈরি৷

গল্পের মূল অংশে রয়েছে মিং রাজবংশ৷ একজন তরুণ রাজপরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হয়৷ শুরু হয় আসা যাওয়া৷ প্রাসাদের বেশ কিছু নারীর সান্নিধ্যে সে আসে৷ কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারে যে তার প্রাক্তন স্ত্রীই হচ্ছে তার সত্যিকারের ভালবাসার মানুষ৷

ছবিটি মুক্তি পেয়েছে হংকং-এ৷ তবে ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দুই জনপ্রিয় জাপানি তারকা৷ ইয়ুকিকো সুও এবং সাওরি হারা৷

পর্নো ছবি তৈরিতে ছবিটি অন্যান্য দেশকেও উদ্বুদ্ধ করেছে৷ ইটালির চলচ্চিত্র পরিচালক টিনটো ব্রাস জানিয়ছেন, ১৯৭৯ সালে তিনি নির্মিত করেছিলেন ‘ক্যালিগুলা’৷ এবার তিনি তা রিমেক করবেন এবং তা হবে থ্রিডিতে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক