1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে আজ মহাকাশে যাচ্ছে ‘এন্ডেভার’

১৬ মে ২০১১

অবশেষে প্রায় ১৭ দিন পর আজ বাংলাদেশ সময় বিকেলের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা মহাকাশ ফেরি ‘এন্ডেভার’এর৷

https://p.dw.com/p/11GYX
Space Shuttle Endeavour lands at the Kennedy Space Center at Cape Canaveral, Fla. Friday July 31, 2009. Endeavour's seven member crew are returning from a mission to the International Space Station. (AP Photo/Stan Honda, Pool)
এন্ডেভারছবি: AP

এপ্রিলের ২৯ তারিখে যাত্রা শুরুর কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটা সম্ভব হয় নি৷

এটাই হতে যাচ্ছে এন্ডেভারের শেষযাত্রা৷ মহাকাশে থাকার কথা ১৬ দিন৷ এর আগে আরেক মহাকাশ ফেরি ‘ডিসকভারি' শেষযাত্রায় অংশ নিয়েছিল৷

এন্ডেভার ও ডিসকভারি ছাড়াও যুক্তরাষ্ট্রের শাটল কর্মসূচিতে ‘আটলান্টিস' নামের আরও একটি মহাকাশ ফেরি রয়েছে৷ প্রথমে কথা ছিল জুনের ২৮ তারিখে সেটি মহাকাশে যাবে৷ কিন্তু এন্ডেভারের যাত্রা পিছিয়ে যাওয়ায় আটলান্টিসের সময়সূচিতে পরিবর্তন আনা হবে বলে জানা গেছে৷ মধ্য-জুলাইতে সেটা হতে পারে৷

আটলান্টিস পৃথিবীতে ফিরে আসার পর মহাকাশ ফেরিগুলোকে বিভিন্ন জাদুঘরে রাখার পরিকল্পনা করা হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই