1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বড়জোট সরকার

২৭ নভেম্বর ২০১৩

দু মাসেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জার্মানিতে বড়জোট সরকারই গঠিত হতে চলেছে৷ ১৭ ঘণ্টা বৈঠকের পর একজোট হয়ে দেশ শাসনে সম্মত হয়েছে সিডিইউ এবং এসডিপি৷

https://p.dw.com/p/1APDu
Party leaders German Chancellor Angela Merkel (C) of the Christian Democratic Union (CDU), Horst Seehofer (R) of the Christian Social Union (CSU) and Sigmar Gabriel of the Social Democratic Party (SPD) sign a preliminary agreement, which has still to be approved by the members of the SPD, in the Bundestag in Berlin, November 27, 2013. Chancellor Angela Merkel's conservatives and the centre-left Social Democrats (SPD) clinched a coalition deal early on Wednesday that puts Germany on track to have a new government in place by Christmas. The agreement was struck roughly two months after Merkel was the clear winner in national elections but fell short of a parliamentary majority, forcing her into talks with the arch-rival SPD, with whom she ruled in an awkward "grand coalition" during her first term as Chancellor from 2005-2009. REUTERS/Tobias Schwarz (GERMANY - Tags: POLITICS)
ছবি: Reuters

সেপ্টেম্বরের নির্বাচনের পর থেকেই চলছিল এ দিনটির জন্য অপেক্ষা৷ বার্লিনে ১৭ ঘণ্টার বৈঠক শেষে বুধবার সকালে সে অপেক্ষার অবসান হয়েছে৷ স্থানীয় সময় ভোর পাঁচটায় জার্মানির সবচেয়ে বড় দুটি দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাট এবং সোশ্যাল ডেমোক্র্যাটের প্রতিনিধিরা সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়৷

ভিডিও: বড়জোট সম্পর্কে ডয়চে ভেলের বিশ্লেষণ

এসিবি / জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য