1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে মানবাধিকারবাদী ডাক্তার বিনায়ক সেনের জামিন

১৫ এপ্রিল ২০১১

অবশেষে মানবাধিকারবাদী ডাক্তার বিনায়ক সেনকে আজ জামিন দিলেন ভারতের সুপ্রিম কোর্ট৷ রাজদ্রোহিতা এবং মাওবাদীদের সাহায্য করার অভিযোগে ছত্তিশগড় রাজ্যের আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন৷

https://p.dw.com/p/10u7Z
মানবাধিকারবাদী ডাক্তার বিনায়ক সেনছবি: AP

রাষ্ট্রদ্রোহিতা এবং মাওবাদীদের সক্রিয়ভাবে সাহায্য করার অভিযোগে ছত্তিশগড় দায়রা আদালত মানবতাবাদী চিকিৎসক বিনায়ক সেনকে যাবজ্জীবন সাজা দিলে তা চ্যালেঞ্জ করে ছত্তিশগড় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে হাইকোর্ট তা খারিজ করে দেন৷ তারপর সেই মামলা ওঠে সুপ্রিম কোর্টে৷ আজ সুপ্রিম কোর্টের দুই বিচারকের ডিভিশন বেঞ্চ ডাক্তার সেনের জামিন মঞ্জুর করেন৷ জামিনের শর্তাদি স্থির করার ভার দেন দায়রা আদালতকে৷

এই রায়ের পর সেনের আইনজীবী রাম জেঠমালানি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ে আমি অত্যন্ত খুশি৷ গণতান্ত্রিক নীতিকে প্রতিষ্ঠিত করেছে৷ গণতন্ত্রে বাক স্বাধীনতা সকলের আছে৷ ডাক্তার বিনায়ক সেন কোন রকম হিংসায় জড়িত নন এবং হিংসার পথে যেতে কাউকে প্ররোচিত করেননি৷ তবে এই মামলার এটাই চূড়ান্ত রায় নয়৷ ডাক্তার সেনের স্ত্রী ইলিনা সেন বলেন, আইনি প্রক্রিয়া অনেক বাকি৷ অনেক আর্জি এখনো আদালতের বিচারাধীন৷

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, মাওবাদীদের প্রতি সহানুভূতি থাকাটা রাষ্ট্রদ্রোহিতা হতে পারেনা৷ এই কারণে কারোর যাবজ্জীবন সাজা হতে পারেনা৷ ডাক্তার সেনের বাড়িতে মাওবাদী কাগজপত্র থাকাটা প্রমাণ করেনা তিনি মাওবাদী৷ যেমন কারোর বাড়িতে গান্ধীজির রচনাপত্র থাকলে সে গান্ধীবাদী তা প্রমাণ হয়না৷ ডাক্তার সেনের মত অনেকে আছেন যাঁরা মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল৷

সরকার পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে হলফনামায় বলেন, ডা. সেন কট্টর মাওবাদী নেতা পীযুষ গুহের সঙ্গে রায়পুর জেলে ৩০ বার দেখা করেন৷ বিভিন্ন রাজ্যে মাওবাদী নেটওয়ার্ক গড়ে তুলতে সক্রিয়ভাবে সাহায্য করেন৷ মাওবাদী তাত্ত্বিক নারায়ণ সান্যালের খুব কাছের লোক তিনি৷

দেশবিদেশের মানবাধিকার সংগঠন এবং প্রচার মাধ্যমগুলি শুরু থেকেই এই মামলার দিকে চোখ রেখেছে৷ যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অন্যতম৷ ডা. সেনের পেছনে আছে বড় জনসমর্থন৷ কারণ তিনি চিকিৎসক হিসেবে গত ২৫ বছর ধরে ছত্তিশগড় রাজ্যের উপজাতি এলাকার প্রান্তিক মানুষজনদের সেবা করে এসেছেন৷ বহু পুরস্কারের অধিকারি৷ সরকারি ক্ষমতার অপব্যবহার করে মানবাধিকার-বিরোধী সালওয়া জুডুম অভিযানের সমালোচনা করেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন