1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসরে রকিবুল, বাংলাদেশের ক্রিকেটে অস্থিরতা

১৫ মার্চ ২০১০

ইতিমধ্যেই আপনারা জেনেছেন উদীয়মান ক্রিকেটার রকিবুল হাসান এর অবসরের কথা৷ গত বুধবার সব ধরণের ক্রিকেট থেকে অব্যাহতির ঘোষণা দেন তিনি৷ আপাত দৃষ্টিতে রকিবুলের এই পদত্যাগের কারণ যা মনে হচ্ছে তা হচ্ছে তাঁর অভিমান৷

https://p.dw.com/p/MSqj
রকিবুল হাসান (ফাইল ফটো)ছবি: AP

কেন এই পদত্যাগ

প্রশ্ন হচ্ছে ২২ বছর বয়সী এই তরুণের অভিমানের কারণ আসলে কি? জানা যায়, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের দলে জায়গা না পেয়ে ভীষণ হতাশ হয়ে পড়েন রকিবুল৷ সেই হতাশায় আরো ছায়া ফেলে ওয়ান ডে দল থেকে তাঁর বাদ পড়ার খবর৷ ফলে ক্ষুব্ধ হয়েই অবসরের সিদ্ধান্ত তাঁর৷ কেউ কেউ অবশ্য অন্য কারণও বলছে, আর তা হলো, সাম্প্রতিক সময়ে রকিবুলকে নাকি দলের ভেতর অনেকেই নানাভাবে ‘টিজ' করত, আর তাতে মনে আঘাত পেয়ে থাকতে পারেন তিনি৷

সভাপতি চায় না!

সে যাই হোক রকিবুলের এই পদত্যাগের ভেতরের খবর নিতে আমরা কথা বলি ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুনের সঙ্গে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ওয়ান ডে সিরিজের দলে তিনি ছিলেন৷ নির্বাচকরা তাঁকে রেখেছিলেন৷ কিন্তু বোর্ড তাঁকে বাদ দিয়ে দেয়৷ রকিবুল জানতে পারেন যে, বোর্ড সভাপতির নির্দেশেই তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ ফলে তাঁর কাছে মনে হয়েছে যেখানে বোর্ড সভাপতি বা বোর্ডই তাকে চাচ্ছে না, সেখানে দলে থাকা তাঁর পক্ষে স্বস্তিকর নয়৷ কাজেই তিনি অবসর নিয়েছেন৷

ফিরতে পারেন রকিবুল

অবশ্য রকিবুলকে অবসর থেকে ফিরিয়ে আনতে তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে সতীর্থ খেলোয়াড় এমনকি তাঁর পরিবারের সদস্যরাও৷ এখন পর্যন্ত যা খবর তাতে পদত্যাগ থেকে ফিরে আসার কোন ঘোষণা দেননি তিনি৷ তবে, বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের দাবি, রকিবুলের নিজের এলাকা মানে জামালপুরের মানুষ নাকি উঠেপড়ে লেগেছে তাঁকে খেলায় ফিরিয়ে আনতে৷ আর তাতে নাকি খানিকটা ইতিবাচক সাড়াও দিয়েছেন তিনি৷ ফলে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের একটি সম্ভাবনা দেখা দিয়েছে৷

অস্থিরতা বাংলাদেশের ক্রিকেটে

সে যাই হোক বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক কালে দেখা দিয়েছে বেশ অস্থিরতা৷ রকিবুলের ঘটনা ছাড়াও ক্রিকেট বোর্ডের সভাপতি এবং অধিনায়কের মধ্যে মনোমালিন্য আর বাংলাদেশের অপর নামজাদা ক্রিকেটার মাশরাফি-র বাদ পড়াকে শুভ লক্ষণ বলে মনে করছেন না বিশেষজ্ঞরা৷ অনেকের মতে, এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বেশ শোচনীয় হয়ে পড়বে ভবিষ্যতে৷ মোস্তফা মামুন এর ভাষায়, বাংলাদেশ ক্রিকেট পরিচালিত হচ্ছে খুবই একটি শৌখিন আবহে, শৌখিন ভঙ্গিতে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য