1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধভাবে উচ্ছেদের অভিযোগে খালেদার আদালত অবমাননার মামলা

২৩ নভেম্বর ২০১০

ঢাকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে অবৈধভাবে উচ্ছেদের অভিযোগে মঙ্গলবার সামরিক ভূসস্পত্তি অধিদফতর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন বিএনপি’র চেয়াপার্সন বেগম খালেদা জিয়া৷

https://p.dw.com/p/QGCx
বিএনপি, চেয়াপার্সন ,বেগম, খালেদা জিয়া, Khaleda, Zia, আদালত, অবমাননা, মামলা
বিএনপি’র চেয়াপার্সন বেগম খালেদা জিয়াছবি: DW

অভিযোগ আমলে নিয়ে ২৯শে নভেম্বর শুনানির দিন ধার্য করেছে সুপ্রিমকোর্ট৷এই দিন বাড়ি নিয়ে খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানিও অনুষ্ঠিত হবে৷ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা৷

বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, আদালত অবমাননার মামলার আবেদনে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব মন্ত্রীপরিষদ সচিব ছাড়াও সামরিক ভূসম্পত্তি অধিদফতর কর্তৃপক্ষ এবং আইএসপিআরের পরিচালককে আসামী করা হয়েছে৷

এছাড়া বাড়ির অবকাঠামো অপরিবর্তিত রাখার জন্য আরেকটি আবেন করা হয়েছে৷ ওই আবেদনে বলা হয়েছে, খালেদার বাড়ির মামলাটি এখনো বিচারাধীন থাকায় ক্যান্টনমেন্টের বাড়ির অবকাঠামো অপরিবর্তিত রাখা আইনগতভাবে জরুরি৷

খালেদা জিয়ার বাড়ির ব্যাপারে আদালতের স্থগিতাদেশ না চাওয়া প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ বলেন, শুনানি চলাকালে কাউকে উচ্ছেদ করা যায়না৷ এব্যাপারে সুপ্রিমকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে৷ তিনি বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং স্বাধীনতার ওপর সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে৷

গত ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হয়৷ আইএসপিআর বলেছে, খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন৷ আর বেগম খালেদা জিয়া বলেছেন, তাকে জোর করে উচ্ছেদ করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান