1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোনেই বসাও কর

১৫ মে ২০১৩

প্রস্তাবটা এসেছে ফ্রান্সের একটি বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে৷ তাঁরা বলছেন মানুষের অভ্যাস হচ্ছে, তারা পয়সা দিয়ে ডাউনলোড করতে চায় না৷ কিন্তু কাড়ি কাড়ি টাকা দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট এগুলো কেনে৷

https://p.dw.com/p/18XYe
Two young skateboarding girl friends looking at phone bonninturina adult; attractive; skateboard; beautiful; beauty; best; blond; brunette; caucasian; color; couple; cute; expression; face; fashion; female; fresh; friends; friendship; fun; funny; girls; hair; happiness; happy; human; isolated; joy; joyful; smartphone; laugh; lifestyle; looking; love; people; portrait; pretty; smile; students; teen; teenage; teenagers; together; two; up; skate; women; young; youth; mobile phone; adult; attractive; skateboard; beautiful; beauty; best; blond; brunette; caucasian; color; couple; cute; expression; face; fashion; female; fresh; friends; friendship; fun; funny; girls; hair; happiness; happy; human; isolated; joy; joyful; smartphone; laugh; lifestyle; looking; love; people; portrait; pretty; smile; students; teen; teenage; teenagers; together; two; up; skate; women; young; youth; mobile phone
ছবি: Fotolia/bonninturina

আজকের যুগে প্রায় সবকিছুই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে৷ কোনো শিল্পীর গান রিলিজ হলো, ক'দিন পর সেটা নেটেই পাওয়া যায়৷ তাই মানুষ আর অর্থ খরচ করে অ্যালবাম কিনতে চায় না৷ নতুন রিলিজ পাওয়া মুভির ক্ষেত্রেও তাই৷

এ অবস্থায় শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে ফ্রান্সের ভরতুকি ব্যবস্থা কীভাবে চালিয়ে নেয়া যায়, তার জন্য একটা প্রস্তাব দিতে বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছিল ফ্রান্সের সরকার৷ তারাই সম্প্রতি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদের কাছে ৮০টি প্রস্তাব সম্বলিত একটি প্রতিবেদন জমা দিয়েছে৷

Eine Frau hält ein Smartphone, auf das sie auch das App des Internet-Unternehmens Groupon installiert hat, aufgenommen am 14.08.2012 in Berlin. Foto: Jens Kalaene dpa/lbn
স্মার্টফোন আর ট্যাবলেটের উপর বসানো কর থেকে যে অর্থটা আসবে তা শিল্পী ও প্রকাশকদের দেয়া যেতে পারেছবি: picture alliance/ZB

ঐ প্যানেল বলছে, স্মার্টফোন আর ট্যাবলেটের উপর বসানো কর থেকে যে অর্থটা আসবে তা শিল্পী ও প্রকাশকদের দেয়া যেতে পারে৷

এছাড়া, অবৈধ ডাউনলোড বন্ধ করতে তিন বছর আগে যে সংস্থা গঠন করা হয়েছে সেটা অবলুপ্ত করে দেয়ার প্রস্তাবও দেয়া হয়েছে৷ ঐ সংস্থাটি অবৈধ ডাউনলোড করার জন্য ব্যবহারকারীদের জরিমানা করত৷ এমনকি অনেকের ইন্টারনেট সংযোগও কেটে দিত৷

বিশেষজ্ঞ প্যানেল বলছে, ইন্টারনেট সংযোগ কাটা যাবে না৷ আর জরিমানার পরিমাণ আগে যেটা ছিল সেই ১,৫০০ ইউরো থেকে কমিয়ে ৬০ ইউরো করতে হবে৷

কিন্তু তাহলে উপায় কী? প্যানেল বলছে ব্যবহারকারীরা যেন বৈধ উপায়ে ডাউনলোড করতে আগ্রহী হয় সে ব্যবস্থা করতে হবে৷ যেমন প্রেক্ষাগৃহে মুভি রিলিজ ও অনলাইনে রিলিজ করার মধ্যবর্তী সময়টা কমানো যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য