1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিনয় আর বিয়ের জন্য স্মরণীয় থাকবেন লিজ টেইলর

২৪ মার্চ ২০১১

হলিউডের কিংবদন্তী অভিনেত্রী এলিজাবেথ টেইলর আর নেই৷ দীর্ঘদিন ধরে রোগভোগের পর বুধবার ৭৯ বছর বয়সি এই তারকা মারা যান৷

https://p.dw.com/p/10gZ5
এলিজাবেথ টেইলরছবি: AP

দু'বার অস্কার পুরস্কায় জয়ী এলিজাবেথ টেইলর অভিনয় করেছেন ৫০টিরও বেশি ছবিতে৷ ‘বাটার ফিল্ড এইট' এবং ‘হুইজ অ্যাফরেইড অব ভার্জিনিয়া উলফ' ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি জিতে নিয়েছিলেন অস্কার পুরস্কার৷ ১৯৬৩ সালে ক্লিওপেট্রা'র চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা৷

জন্মেছিলেন লন্ডনে৷ সেটা ছিল ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি৷ অ্যামেরিকান বাবা-মা দেশে ফিরে গিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই৷ শিশু বয়সেই পরিচয় ঘটেছিল চলচ্চিত্র জগতের সঙ্গে৷ ১৯৪৪ সালে মাত্র বারো বছর বয়সেই অর্জন করেছিলেন তারকা খ্যাতি৷ তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এলিজাকে৷ সপ্রতিভ অভিনয় আর সৌন্দর্য্যে তাঁকে করে তোলে অনন্য৷ কালজয়ী এই অভিনেত্রী একের পর এক ছবিতে অভিনয় করে জয় করতে থাকেন দর্শকদের হৃদয়৷ অন্যদিকে অনেকবার বিয়ে করে ঝড় তোলেন উদারনীতির মার্কিন সমাজেও৷ তাঁর ব্যক্তিগত জীবনের নানা ঘটনা বারবারই পত্রিকার পাতায় গরম খবর হয়েছে৷

Flash-Galerie Elizabeth Taylor gestorben
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের সঙ্গে লিজ টেইলরছবি: dapd

বিশ্ববিখ্যাত এই তারকা হৃদরোগে আক্রান্ত হয়ে গত দু'মাস লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ছিলেন৷ বুধবার মারা যাওয়ার সময় তাঁর সন্তানরা মায়ের পাশেই ছিলেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য