1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসীদের প্রতি ট্রাম্পের নরম সুর?

১৪ নভেম্বর ২০১৬

ডোনাল্ড ট্রাম্প আগামী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে তাঁর সব নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে প্রস্তুত নন, সেটা শুরুতেই স্পষ্ট করে দিয়েছিলেন৷ এবার এক সাক্ষাৎকারে তিনি তাঁর প্রশাসনের রূপরেখা তুলে ধরলেন৷

https://p.dw.com/p/2Se8Y
USA | Donald Trump
ছবি: Getty Images/C. Somodevilla

মুসলিমদের অ্যামেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা, মেক্সিকোরই অর্থে মেক্সিকোর সীমান্তে প্রাচীর তৈরি করা – এমন সব হুমকি সমর্থকদের রক্ত গরম করতে উপযুক্ত হলেও হোয়াইট হাউসে বলে সে সব কার্যকর করা যে সম্ভব নয়, ট্রাম্প সেটা বুঝিয়ে দিয়েছেন৷ অন্যদিকে তিনি তাঁর সমর্থকদের ভাঁওতা দিয়েছেন, এমন একটা ধারণাও তৈরি করা তাঁর পক্ষে বিপজ্জনক৷ তাই কিছুটা মধ্যপন্থার কথা বলেছেন তিনি৷ সিবিএস নেটওয়ার্কের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে প্রেসিডেন্ট পদে উপযুক্ত ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন৷

বেআইনি অভিবাসন বন্ধ করতে ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির অবাস্তব পরিকল্পনা থেকে সরে এসেছেন৷ তার বদলে কয়েকটি অংশে কাঁটাতারের বেড়া তৈরির কথা বলেছেন তিনি৷ প্রায় ২০ থেকে ৩০ লক্ষ বেআইনি অভিবাসী, যাদের অপরাধের রেকর্ড রয়েছে, তাদের দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ট্রাম্প৷ তবে বাকিদের প্রশ্নে সুর কিছুটা নরম করেছেন তিনি৷

ডোনাল্ড ট্রাম্প আবার স্পষ্ট করে দিয়েছেন, যে তিনি অ্যামেরিকার সব মানুষের প্রেসিডেন্ট হতে চান৷ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর মুসলিম ও হিসপ্যানিক সম্প্রদায়ের উপর হামলায় তিনি দুঃখ প্রকাশ করে সে সব বন্ধ করার ডাক দিয়েছেন৷

তবে দক্ষিণপন্থি রক্ষণশীল অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নন তিনি৷ নারীদের গর্ভপাতের অধিকারের বিরোধিতা ও নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের পক্ষে তিনি জোরালো সওয়াল করেন৷ সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তিনি সমমনস্ক প্রার্থী মনোনয়ন করবেন বলে জানিয়েছেন৷

প্রচারের সময়ে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য বিমা উদ্যোগের বিরোধিতা করলেও ক্ষমতায় এসে তিনি তার কিছু অংশ বহাল রাখতে চান৷

কোটিপতি হিসেবে ট্রাম্প প্রেসিডেন্ট পদের বেতন ও ছুটি নিতেও অস্বীকার করবেন বলে জানিয়েছেন৷ বছরে ৪ লক্ষ ডলারের বদলে তিনি মাত্র ১ ডলার বেতন গ্রহণ করবেন৷

এসবি/ডিজি (এএফপি/ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান