1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থদন্ডের বিরুদ্ধে আফ্রিদির আপিল

১৪ এপ্রিল ২০১০

গত ফেব্রুয়ারী মাসে পার্থে অনুষ্ঠিত এক দিনের ম্যাচে বল ট্যাম্পারিং-এর অভিযোগে, পিসিবি গত মাসে ৩০ বছরের এই অলরাউন্ডারকে তিন মিলিয়ন রুপী বা ৩৫ হাজার ডলার জরিমানা করে৷

https://p.dw.com/p/MveU
শহিদ আফ্রিদিছবি: AP

পাকিস্তানের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি তাঁর ওপর আরোপিত বড় অংকের অর্থদন্ডের বিরুদ্ধে আপিল করেছেন৷ পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ আফ্রিদির ওপর এই অর্থদন্ড আরোপ করে৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র আইন বিষয়ক উপদেষ্টা তোফাজ্জুল রিজভি সংবাদ সংস্থা এএফপি-কে বলেন,আফ্রিদি ব্যক্তিগত ভাবে আপিল করেছেন, তার মানে পরিষদের সমর্থন ছাড়াই তিনি আপিল করেছেন৷ রিজভি বলেন, বিষয়টি এখন মধ্যস্থতাকারীর কাছে চলে যাবে৷

উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে পার্থে অনুষ্ঠিত এক দিনের ম্যাচে বল ট্যাম্পারিং-এর অভিযোগে, পিসিবি গত মাসে ৩০ বছরের এই অলরাউন্ডারকে তিন মিলিয়ন রুপী বা ৩৫ হাজার ডলার জরিমানা করে৷ পিসিবি বলছে, ঐ ঘটনা ক্রিকেট এবং দেশ দুটির জন্যেই দুর্ণাম বয়ে এনেছে৷ এরপর শহিদ আফ্রিদির আচরণ পর্যবেক্ষণের জন্যে তাঁকে ছয় মাসের নিরীক্ষণে রাখা হয়৷

কাউকে এক অপরাধের জন্যে দুইবার শাস্তি দেয়া যায় না, এর ভিত্তিতেই আপিল করেছেন আফ্রিদি৷ পার্থে অনুষ্ঠিত ঐ একদিনের ক্রিকেটের পর, আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ বা আইসিসি আফ্রিদিকে দুটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করে৷

শহিদ আফ্রিদি ৩০শে এপ্রিল থেকে আগামী ১৬-ই মে ওয়েস্ট ইন্ডিজ-এ অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়ে আছেন৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম