1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থ কি সুখী করে?

আন্ড্রেয়াস বেকার/আরবি২০ জুলাই ২০১৩

শুধু অর্থ মানুষকে সুখী করতে পারে না৷ একথা সবাই জানে৷ কিন্তু সুখের ক্ষেত্রে অর্থেরও যে একটা বড় ভূমিকা রয়েছে, সে কথাকে অস্বীকার করা যায় কি? একটি গবেষণা থেকে জানা গেছে, ‘‘যারা বেশি অর্থ উপার্জন করেন, তাঁরা বেশি সুখী৷’’

https://p.dw.com/p/19ArC
#51033184 - Umfrage / Bewertung © Photo-K -
ছবি: Photo-K/Fotolia

সুইস অর্থনীতিবিদ ব্রুনো ফ্রেই জানান, ‘‘দরিদ্র দেশগুলির সঙ্গে গড় আয় বেশি এমন সব দেশের মানুষের তুলনা করলে আমরা দেখতে পাই যে, ধনী দেশের মানুষরা তুলনামূলকভাবে সুখীও বেশি৷''

গবেষকরা সুখ বলতে বুঝিয়েছেন, মানুষের নিজের অনুভূতি ও আত্মতুষ্টি৷ উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা নিজেদের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট? এক থেকে দশ পর্যন্ত স্কেলে তাঁদের টিক চিহ্ন দিতে বলা হয়েছিল৷

Bildnummer: 59062047 Datum: 15.12.2010 Copyright: imago/EQ Images Prof. Dr. Dr. h.c. mult. Bruno S. Frey, Professor fuer Wirtschaftswissenschaft an der Universitaet Zuerich, aufegommen am 15.12.2010. PUBLICATIONxNOTxINxSUIxAUTxLIExITAxFRAxNED kbdig 2010 hoch inland Schweiz Portrait Dozent Bildung hochschule Uni Zuerich 59062047 Date 15 12 2010 Copyright Imago EQ Images Prof Dr Dr H C mult Bruno S Frey Professor for Economics to the University Zurich at 15 12 2010 Kbdig 2010 vertical Domestically Switzerland Portrait Lecturer Education College Univ Zurich
সুইস অর্থনীতিবিদ ব্রুনো ফ্রেইছবি: Imago

এতে স্পষ্ট উঠে এসেছে যে, অর্থের সঙ্গে সুখের অনুভূতির একটা গভীর যোগাযোগ রয়েছে৷ যেমন একজন ধনীর চেয়ে দরিদ্র ব্যক্তির আয় দিগুণ হলে, তাঁর সুখের মাত্রাটা অনেক বেশি হবে৷ ফ্রেই বলেন, ‘‘অর্থাৎ যাঁর অনেক আছে, তাঁর সম্পদ আরো বৃদ্ধি পেলেও সুখের অনুভূতি কিন্তু সঙ্গে সঙ্গে বাড়বে না৷''

তবে অর্থই সব নয়৷ আরো কিছু দিক আছে, যা সুখকে প্রভাবিত করে, বলেন সুখ গবেষক৷ বিশেষ করে স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছেন অনেকে৷ এরপরই রয়েছে সামাজিক ফ্যাক্টর যেমন বন্ধু বান্ধব ও পরিবার৷

‘‘চীন ও ভারতের তুলনায় জার্মানির মতো ধনী দেশগুলিতে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি মানুষের একমাত্র লক্ষ্য নয়৷ অন্য বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ'', বলেন বার্লিনস্থ জার্মান অর্থনৈতিক গবেষণা ইন্সটিটিউটের অর্থনীতিবিদ গ্যার্ড ভাগনার৷

বেকারত্বের নীচু হার, সুস্বাস্থ্য ব্যবস্থা, গণতন্ত্র ও স্বাধীনতা৷ এই সব বিষয়কে আমাদের গবেষণায় অর্থনৈতিক সমৃদ্ধির চেয়ে বড় করে দেখা হয়েছে৷

‘‘অর্থনৈতিক প্রবৃদ্ধি এইসব লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করতে পারে, কিন্তু তা অবশ্য প্রয়োজনীয় নয়৷ সপ্তাহে কাজের পরিমাণ কম হলে বেকারত্বের হারও কমবে৷ মানুষ কম কাজ করতে প্রস্তুত, যদি আয় ঠিক থাকে৷ এটা নির্ভর করে উত্পাদনের অগ্রগতির ওপর৷ মানুষ কম অর্থ ব্যয় করলে রাষ্ট্রীয় ঋণও কমবে৷ অথবা কর বাড়িয়ে দিয়েও ঋণ কমানো যায়৷ সবসময় যে অর্থনৈতিক বৃদ্ধি হতে হবে এমন নয়৷''

Bildnummer: 55555533 Datum: 29.06.2011 Copyright: imago/Reiner Zensen Berlin, den 29.06.2011 Foto: Prof. Dr. Gert G. Wagner, Vorsitzender des Vorstands Deutsches Institut für Wirtschaftsforschung, DIW, Berlin. People Wirtschaft Porträt x0x xsk 2011 quer WIRTSCHAFT ECONOMY # POLITIK POLITICS # halbe Figur Gestik Bildnummer 55555533 Date 29 06 2011 Copyright Imago Reiner Zensen Berlin the 29 06 2011 Photo Prof Dr Gert G Wagner Chairman the Board German Institute for Economic Research DIW Berlin Celebrities Economy Portrait x0x xSK 2011 horizontal Economy Economy # politics POLITICS # Halbe Figure Gesture
বার্লিনস্থ জার্মান অর্থনৈতিক গবেষণা ইন্সটিটিউটের অর্থনীতিবিদ গ্যার্ড ভাগনারছবি: Imago

গণতন্ত্র সুখী করে

রাজনৈতিক আবহও মানুষের সুখের অনুভূতিকে প্রভাবিত করে৷ ‘‘একনায়কতান্ত্রিক ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সমাজে বসবাসকারী মানুষরা তুলনামূলকভাবে সুখী'', বলেন সুখ গবেষক ব্রুনো ফ্রেই৷ মানুষ যদি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, বিশেষ করে স্থানীয় পর্যায়ে তাহলে তারা সুখ অনুভব করে৷

ইউরোপীয় ইউনিয়নে গণতন্ত্রের একটা বিরাট ঘাটতি রয়েছে বলে মনে করেন ফ্রেই৷ ‘‘বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায়, ইইউ-র নাগরিকদের রাজনৈতিক ইন্সটিটিউশনগুলির প্রতি কত কম আস্থা রয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের উচিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির ব্যাপারে গণভোট নেওয়ার ব্যাবস্থা করা৷''

সুইজারল্যান্ডের নাগরিক হিসাবে গুরুত্বপুর্ণ প্রশ্নে জনগণকে সরাসরি সম্পৃক্ত করার সুবিধাগুলি জানেন এই গবেষক৷ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ইউরোপীয় প্রশ্ন ও জনমনে যে বিষয়গুলি নাড়া দেয় তার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে পারে৷

ইউরোপীয় ইউনিয়নের ২ কোটি (২০ মিলিয়ন) মানুষের এখন একটি চাকরি পাওয়ার চিন্তাই মাথায় ঘুরপাক খায়৷ এই সংখ্যক মানুষই এখন বেকার৷ যাঁরা বহুদিন ধরে চাকরিহীন তাঁদের সংখ্যাটা এতে ধরা হয়নি৷

বেকারত্ব সুখের অনুভূতির ব্যাপারে এক বিরাট অন্তরায়, জানান ফ্রেই৷ সাধারণত কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে মানুষ খুব বেশি দিন অসুখী থাকে না৷ যেমন কোনো দুর্ঘটনা বা দুঃখজনক কিছু ঘটলে৷ কিছুটা সময় পর দুঃখ কাটিয়ে উঠতে পারে মানুষ৷ মানসিক অবস্থা আগের মতো হয়ে যায়৷

Unemployed Greeks wait in a long line at a state labor office to collect benefit checks, in Athens, on Monday, Oct. 24, 2011. Waiting times were lengthened by a computer system glitch early Monday. Greece, expecting a fourth year of recession in 2012, is suffering from a rapid rise in unemployment _ now at 16.5 percent _ and drop in living standards. (Foto:Thanassis Stavrakis/AP/dapd)
বেকারত্বের শিকার হলে দুঃখবোধটা থেকেই যায়ছবি: AP

বেকারত্বের শিকার হলে দুঃখবোধটা থেকেই যায়৷ ‘‘যিনি চাকরি হারান তিনি আগের চেয়ে অনেক বেশি অসুখী হয়ে পড়েন৷'' সরকারি বেকারভাতা তাতে খুব একটা প্রলেপ দিতে পারে না৷ কেবলমাত্র একটি চাকরি পেলেই সুখ ফিরিয়ে দিতে পারে মানুষকে, বিশেষ করে পুরুষদের৷ ‘‘আমাদের গবেষণা দেখিয়েছে যে, পুরুষদের সুখের অনুভূতি একেবারে খাদে নেমে যায়, যদি তাঁদের চাকরি না থাকে৷ মেয়েরা পরিস্থিতির সাথে তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারেন৷ চাকরি হারালে তাঁরা পরিবারের দেখভালে বেশি করে মনোযোগ দেন এবং দ্রুত দুঃখবোধটা কাটিয়ে উঠতে পারেন'', বলেন সুখ গবেষক ব্রুনো ফ্রেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য