1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে রাশিয়ার শোচনীয় ফলাফলের পরিণাম

১ মার্চ ২০১০

সোভিয়েত জমানায় অলিম্পিকে বিশাল সাফল্যের সুদিন থেকে আজ রাশিয়া পদক তালিকায় একাদশ অবস্থানে নেমে যাওয়ায় প্রেসিডেন্ট মেদভেদেভ সহ গোটা দেশ গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে৷

https://p.dw.com/p/MGft
অলিম্পিকে হৃতগৌরব কি ফিরে পাবে রাশিয়া?ছবি: picture alliance / dpa

ভারত-বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি যখন অসংখ্য কর্মকর্তা ও কয়েকজন খেলোয়াড় সহ অলিম্পিক থেকে প্রায় শূন্য ঝুলি নিয়ে দেশে ফেরে তখন দীর্ঘশ্বাস বা মৃদু সমালোচনা ছাড়া তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায় না৷ কিন্তু ভ্যানকুভারে শীতকালীন অলিম্পিকে রাশিয়ার শোচনীয় ফলাফলের পরিণাম মোটেই সহজ হবে না, তা টের পাওয়া যাচ্ছে – বিশেষ করে ২০১৪ সালে রাশিয়ার সোচি শহরে যেখানে শীতকালীন অলিম্পিকের আগামী আসর বসতে চলেছে৷ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার অলিম্পিক কর্মকর্তাদের উদ্দেশ্যে পদত্যাগ করার ডাক দিয়েছেন৷ মাত্র ৩টি স্বর্ণপদক পেয়ে পদক তালিকায় ১১ নম্বর স্থানে রাশিয়ার অবস্থান তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না৷

২০০৬ সালে ইটালির টুরিন অলিম্পিকে রাশিয়া ২২টি পদক পেয়ে পঞ্চম অবস্থানে ছিল৷ প্রেসিডেন্ট মেদভেদেভ অবশ্য স্বীকার করেছেন, যে সোভিয়েত জমানায় অলিম্পিকে যে বিপুল সাফল্য দেখা যেত, তা আর নেই৷ রাশিয়ার কাঠামোয় তার কোন বিকল্প এখনো পাওয়া যায় নি৷ তা সত্ত্বেও অনেক প্রশ্ন থেকে যায়, যেমন অনুশীলনের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, তা কোথায় গেল, সোচি'তে কী হবে ইত্যাদি৷ বিরোধী পক্ষ ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী ও রাশিয়ার অলিম্পিক কমিটির প্রধানের পদত্যাগ দাবি করেছে৷ এক সংবাদপত্রে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখা হয়েছে, সোচি'তেও রাশিয়া এমন মর্মান্তিক ফল দেখালে তা হবে জাতীয় লজ্জার কারণ৷ তার আগে বরং অলিম্পিকের দায়িত্ব অন্য কোন দেশের হাতে তুলে দেওয়া উচিত৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক