অসাধারণ লাগলো ‘মিস ইউ বাংলাদেশ' | পাঠক ভাবনা | DW | 18.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অসাধারণ লাগলো ‘মিস ইউ বাংলাদেশ'

দিল্লি থেকে বন্ধু সুভাষ চক্রবর্তী ইমেলে লিখেছেন সামহয়্যারইন ব্লগে সাদাত হোসাইনের লেখা ‘মিস ইউ বাংলাদেশ' লেখাটি তাঁর অসাধারণ লেগেছে৷ এর মাধ্যমে লেখক সত্যিকারের বাংলাদেশের জীবন্ত এক চিত্র তুলে ধরেছেন, জানিয়েছেন তিনি৷

বন্ধু সুভাষ আরো লিখেছেন, ‘মিস ইউ বাংলাদেশ' লেখাটি পড়ে মন ছুঁয়ে গেল৷ শ্যামল সবুজ বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা হৃদয়ের গভীর থেকে যেভাবে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে তা পড়লে অশ্রুসজল হয়ে ওঠে, অন্তরে ফুটে ওঠে বেদনাঘন ছবি৷

ম্যার্কেলের নেতৃত্বে জার্মানির নতুন মন্ত্রিসভা গঠনের খবর তুলে ধরে বিস্তারিত প্রতিবেদন ভালো লাগলো৷ সুইজারল্যান্ডে নতুন জাতীয় সংগীত খোঁজার প্রতিযোগিতার খবরটি বাস্তবিক অর্থেই চমকে দেবার মতো৷

সবশেষে পাঠক সুভাষ চক্রবর্তী জানিয়েছেন, ‘‘ডয়চে ভেলের ওয়েবপেজ নিয়মিতভাবেই দেখছি, পড়ে নিচ্ছি নজর কাড়া প্রতিবেদনগুলো৷ হ্যাঁ, গর্বের সাথে বলতে পারি যে আমি সব সময়ই আছি ডয়চে ভেলের সাথে৷''

নাংগলকোট, কুমিল্লা থেকে সোহাগ বেপারী লিখেছেন, বিজয় দিবসের শুভেচ্ছা নিবেন৷ বছর ঘুরে আবার এসেছে বিজয়ের মাস ডিসেম্বর৷ এ দেশে জন্ম নিয়ে আমি ধন্য, আমি গর্বিত৷ এ দেশে পেয়েছি জাতীয় কবি নজরুল, এ দেশে পেয়েছি জাতীয় সংগীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পেয়েছি রক্তের বিনিময়ে স্বাধীন একটি দেশ, পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি রফিক, শফিক, জব্বার, এই বাংলার রূপ সৌন্দর্য রক্তে রঞ্জিত ইতিহাস কোনোদিন ভুলবো না ভোলা যাবে না৷ যারা জীবন উত্‍সর্গ করে এই দেশটিকে স্বাধীন করে গেছেন এই বাংলার বুকে তাদের নাম চিরজীবন বেঁচে থাকবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে৷''

মতামত জানানোর জন্য ধন্যবাদ৷ সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করছি আমরা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন