1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসামরিক পরমাণু দায়বদ্ধতা বিল নিয়ে নতুন চাপ

৮ জুন ২০১০

ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর সোমবার ভোপাল আদালত যে রায় দেন, তার প্রেক্ষিতে অসামরিক পরমাণু দায়বদ্ধতা বিলটি নতুন করে খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ এই রায়কে বিচারের প্রহসন বলে মনে করে সর্বস্তরের মানুষজন৷

https://p.dw.com/p/NlEt
ভোপাল গ্যাস দুর্ঘটনার ওপর আদালতের রায়কে ধিক্কার জানিয়েছে সর্বস্তরের মানুষ৷ছবি: AP

ভোপাল গ্যাস দুর্ঘটনার ওপর আদালতের রায়কে ধিক্কার জানিয়েছে সর্বস্তরের মানুষ৷ বলেছে, এত লোকের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের শাস্তি এত কম কেন৷ মনে হয় ভারতে মানুষের প্রাণ খুব সস্তা৷ ইউনিয়ন কার্বাইডের তত্কালীন চেয়ারম্যান হিসেবে ওয়ারেন এ্যান্ডারসন কেন শাস্তি পাবেনা? এর প্রেক্ষিতে বিজেপি ও বামদলগুলি একযোগে সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে যে, অসামরিক পরমাণু দায়বদ্ধতা ও ক্ষতিপূরণ বিলটি সংসদে তাড়াহুড়ো করে পাশ না করিয়ে বিলের নতুন খসড়া তৈরি করা উচিত৷ ভোপাল গ্যাস দুর্ঘটনায় আদালতের রায় থেকে শিক্ষা নেওয়া উচিত সরকারের৷

বিরোধী দলগুলির সুপারিশ হলো, পরমাণু কেন্দ্রে কোন দুর্ঘটনা ঘটলে পরমাণু চুল্লি ও অন্যান্য সাজসরঞ্জাম সরবরাহকারি বিদেশি কোম্পানির ক্ষেত্রে ক্ষতিপূরণের সর্বাধিক পরিমাণ বিলে ধার্য করা হয় মাত্র ৫০০ কোটি টাকা৷ এটা খুবই কম, এটা বাড়াতে হবে৷ পরমাণু বিকিরণে কেউ অসুস্থ হলে তার চিকিত্সার ব্যয় আজীবন বহন করতে হবে ঐ সরবরাহকারিকে৷ দুর্ঘটনা যদি সরবরাহকারি সংস্থার ভুল বা গাফিলতির কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে৷

জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের অধ্যাপক ডঃ অনিল দে গুপ্ত এ সম্পর্কে ডয়েচে ভেলের কাছে বলেন যে, ‘পাবলিক লায়বিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট ১৯৯১' অনুযায়ী বিপজ্জনক কোন রাসায়নিক বা অন্য কোন বিপজ্জনক সামগ্রী নিয়ে কোন কোম্পানি যদি কাজ করে, তাহলে সেই কোম্পানিকে আশপাশের মানুষজনের নিরাপত্তার জন্য বীমা করাতে হবে৷ উদ্দেশ্য, কোন দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে ক্ষতিপূরণের অর্থ দেওয়া যায়৷ সেজন্য বিশেষ তহবিল তৈরি রাখা হবে৷ পরমাণু দায়বদ্ধতা বিলেও অনুরূপ সংস্থান থাকা দরকার৷ ডঃ দে গুপ্ত মনে করেন, ইউনিয়ন কার্বাইডের সাবেক চেয়ারম্যান এ্যান্ডার্সনকে আসামির কাঠগড়ায় দাঁড় না করানোর কোন কারণ নেই. মার্কিন আইনেও তা করা যায়৷ যেমন, কোন সন্ত্রাসী ভারতে হামলা চালিয়ে যদি পাকিস্তানে পালিয়ে যায়, তাহলে পাকিস্তানের আদালতেও তাঁর বিচার হতে পারে৷ সবথেকে বড় কথা সরকারকেও দুর্ঘটনার দায় স্বীকার করতে হবে৷

অসামরিক পরমাণু দায়বদ্ধতা বিলটি গত মাসে সংসদে পেশ করা হলে বিরোধীদের চাপের মুখে বিলটি খতিয়ে দেখার জন্য তা পাঠানো হয় সংসদীয় স্থায়ী কমিটির কাছে৷ বর্তমানে বিলটি কমিটির বিবেচনাধীন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন