1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারের প্রাথমিক তালিকায় এ আর রহমানের গান

১৬ ডিসেম্বর ২০১০

আবারও অস্কারের মনোনয়ন তালিকায় নাম লেখালেন ভারতের সুর স্রষ্টা এ আর রহমান৷ চলতি বছরে তার সুর দেয়া ‘ইফ আই রাইজ’ গানটি অস্কারের প্রাথমিক মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছে৷

https://p.dw.com/p/Qd4Z
এ আর রহমানছবি: AP

২০০৯ সালে ড্যানি বয়ল'এর পরিচালিত ‘স্লামডগ মিলিওনেয়ার'এর গান দিয়ে গোটা বিশ্বের মন কেড়ে নিয়েছিলেন প্রতিভাবান এই ভারতীয় কম্পোজার৷ এর স্বীকৃতি হিসেবে প্রথমবারের মত গোল্ডেন গ্লোব জেতেন তিনি৷ এরপর অস্কারেও দুটি পুরস্কার জিতে সেরার খাতায় নাম লেখান এ আর রহমান৷ গত বছর তার করা আরও একটি গান মনোনয়নের তালিকায় ছিল৷ কাপলস রিট্রিট ছবির সেই গানটি অবশ্য শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পায়নি৷

চলতি বছর সেই ড্যানি বয়ল এর পরিচালিত নতুন ‘ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন আওয়ার্স' ছবির সুর দিয়েছেন ৪৪ বছর বয়স্ক এ আর রহমান৷ ছবির ‘ইফ আই রাইজ' গানটি অস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে৷ জানা গেছে, এটি ছাড়া আরও ৪০টি গান প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে৷ এখন সেগুলো যাচাই করে দেখবেন অ্যাকাডেমি অফ মোশন পিকাচার্স আর্টস অ্যান্ড সায়েন্স এর জুরিরা৷ এরপর আগামী ৬ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে৷ তবে এ আর রহমান ভক্তদের প্রত্যাশা, এবারও বুঝি তিনি জায়গা করে নিতে পারবেন সেরাদের কাতারে৷

এদিকে হলিউডে সুবিধা করতে না পেরে এবার ছোট পর্দায় নাম লেখালেন বলিউডের নায়িকা মল্লিকা শেরাওয়াত৷ অনেক আশা নিয়েই হলিউডে নাম লিখিয়েছিলেন এই যৌন আবেদনময়ী নায়িকা৷ কিন্তু শুধু খোলামেলা চরিত্র করে তো আর হলিউডে জায়গা হয় না৷ তাই তার শেষ ছবি হিস বক্স অফিসে বেশ বড় একটা মার খেয়েছে বলতে হয়৷ যা-ই হোক মল্লিকা এখন টিভি প্রতিযোগিতা চাক ধুম ধুম এর জুরি হিসেবে নাম লিখিয়েছেন৷ এই নাচের প্রতিযোগিতার অন্য দুই জুরি হলেন জাভেদ জাফ্রি এবং টেরেন্স লুইস৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক