1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারের ‘স্বর্ণমানব’ ঘর ভাঙছে হলিউড মানবীদের!

২২ মার্চ ২০১০

হলিউড মানবীরা পা বাড়াচ্ছে লাল-গালিচায়, আনন্দাশ্রুতে বুক ভাসিয়ে মাথায় পরছে সেরা অভিনেত্রীর মুকুট, আর বাড়ি ফিরছে অস্কারের স্বর্ণমানব-কে বুকে ধরে৷ কিন্তু তাঁরা আর থাকতে পারছেন না বাস্তবের জীবন-মানবের সঙ্গে, ঘর ভাঙছে তাঁদের৷

https://p.dw.com/p/MYw7
২০০৯ সালে অস্কার জয়ের পর কেট উইন্সলেটের ঘর ভাঙে (ফাইল ফটো)ছবি: AP

চলচ্চিত্র জগতের সবচেয়ে সেরা সম্মানটি পেয়ে যাওয়ার পরই কেন হলিউড অভিনেত্রীদের কেউ কেউ আর তাঁদের দাম্পত্য-জীবন টিকিয়ে রাখাতে পারছেন না এ নিয়ে কথা হয়েছে আগেও৷ কিন্তু সম্প্রতি এই বছরের অস্কারজয়ী স্যান্ড্রা বুলকের ঘর ভাঙার গুঞ্জনে বিষয়টি নিয়ে রীতিমতো গুরুতর আলোচনা শুরু হয়ে গেছে, জল্পনা-কল্পনার সঙ্গে চলছে সম্ভাব্য নানা বিশ্লেষণও৷ কেউ কেউ এই ঘটনাকে ব্যাখ্যা করছেন ‘অস্কার অভিশাপ' নাম দিয়ে৷

বিষয়টি আলোচনায় আসে স্যান্ড্রা বুলকের বার্লিন ওলন্ডন সফর বাতিলের পর৷ পাঁচ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন শুরুর পর এই বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দেন বুলক৷ যে ছবির জন্য বুলক এবারের অস্কার পেলেন সেই ‘দ্য ব্লাইন্ড সাইড' ছবির প্রিমিয়ারের জন্য বার্লিন আর লন্ডনে থাকার কথা ছিল তাঁর৷

Oscarverleihung 2010 Galerie Sandra Bullock Beste Schauspielerin Hauptrolle
অস্কারজয়ী স্যান্ড্রা বুলকছবি: AP

এ আলোচনা হবেই বা না কেন? অস্কার জয়ের পর হলিউড অভিনেত্রীদের এমন বিবাহ বিচ্ছেদের তালিকা যে বেশ লম্বা৷ এ বছর বুলকের এই ঘটনার আগের বছরই অর্থাৎ ২০০৯ সালের অস্কারজয়ী কেট উইন্সলেটের ঘর ভাঙে৷ এছাড়াও এই তালিকায় আছে ২০০৬ সালের বিজয়ী রিস উইদারস্পুন, ২০০৫ সালের হিলারি শোয়াঙ্ক, ২০০২ সালের হ্যালি ব্যারি এবং ২০০১ সালের জুলিয়া রবার্টসও৷

‘দ্য এনভেলপ ডটকম' ওয়েবসাইটের টম ও'নিল এক ব্লগে এ বিষয়ে লিখেছেন, ‘‘এটা কি এজন্য হচ্ছে যে বিজয় মুকুট মাথায় পরার পর এই অভিনেত্রীরা এক অসম্ভব খ্যাতির চাপে ভুগছেন৷ না কি এজন্য যে, তাঁদের পুরুষ সঙ্গীরা এমন ধরণের যে তাঁরা স্ত্রীর এই নিজেকে টপকে যাওয়া মেনে নিতে পারেন না৷''

নিউ ইয়র্কের বিবাহ বিচ্ছেদ আইনজীবী পল ট্যালবার্ট অবশ্য এই ‘অস্কার অভিশাপ' এর হিসেব নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘বাস্তবতা এটাই যে এই নারীরা চূড়ান্তভাবে সফল৷ এরা অসম্ভব পরিশ্রমী৷ যাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস সিনেমার জন্য, কাজের জন্য সঙ্গীর কাছ থেকে আলাদা থাকতে হয়৷''

এ আইনজীবীর বক্তব্য হলিউড অভিনেত্রীরা সেলিব্রেটি বলে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে এমন ঢালাও আলোচনা হচ্ছে৷ কিন্তু ক্যারিয়ার বা ব্যবসায় ভীষণ সফল অনেক অন্য নারীর ক্ষেত্রেও এই ধরণের বিবাহবিচ্ছেদ সাধারণ ঘটনা মাত্র৷ ফলে অস্কার জয়ের সঙ্গে একে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই৷

প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক