1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারে জয়জয়কার ‘কিংস স্পিচ’ ছবিটিরই

২৮ ফেব্রুয়ারি ২০১১

প্রত্যাশার বাইরে চলে গেল অস্কারের আসরে ব্রিটিশ ‘লো-কি’ ড্রামা বলে পরিচিত ছবি ‘দ্য কিংস স্পিচ'-এর প্রাপ্তি৷ বেশ কয়েকটা সেরার শিরোপা তাদের ঝুলিতেই৷

https://p.dw.com/p/10QSL
হলিউডের সবচেয়ে বড় সম্মান এই অস্কারছবি: Picture-Alliance/dpa

সেরা ছবি, সেরা অভিনেতা, নির্দেশনার নতুন প্রাপ্তির জন্য অস্কার৷ অস্কারের আসরে প্রথম তিন সেরাতেই তোতলা রাজার গল্প নিয়ে ব্রিটিশ ছবি কিংস স্পিচ৷ ছবির নির্দেশক টম হুপার নিজেও বিস্মিত অস্কারে এতদূর সাফল্য পেয়ে৷

শেষ পর্যন্ত ‘দ্য কিংস স্পিচ' আর দ্য সোশাল নেটওয়ার্ক ঠিক কতগুলো পুরষ্কার পকেটে পোরে এবারের অস্কারে, তা নিয়ে চারদিকে জোরদার আলোচনা চলছিল৷ বোঝাই যাচ্ছিল, লস এঞ্জেলসে এবারের অস্কার রজনী ফুরিয়ে যাওয়ার পর এই দুটো ছবিকেই দেখা যাবে পাদপ্রদীপের আলোয়৷ কিন্তু তোতলা ব্রিটিশ রাজার গল্পের ছবি কিংস স্পিচ-এ রাজার ভূমিকায় কলিন ফার্থ জিতে নেন সেরা অভিনেতার অস্কার৷ এছাড়া সেরা নির্দেশকের পুরষ্কার তো আছেই৷ ফলে দ্য সোশাল নেটওয়ার্ক ক্রমেই পিছিয়ে পড়তে থাকে৷ শেষে সেরা ছবির অস্কারও চলে যায় এই ছবিটির দিকেই৷ ফলে ফেসবুকের কাহিনী অস্কারে তেমন কিছু করতে পারল কই?

Flash-Galerie Oscarverleihung 2011 Filmszene The King's Speech
কিংস স্পিচ ছবির একটি দৃশ্যছবি: centralfilm

ব্রিটেনের রাজ পরিবারের কাহিনী নিয়ে তোতলা রাজার ছবি দ্য কিংস স্পিচ-এর চিত্রনাট্যকার ডেভিড সেইডলার পেয়েছেন সেরা চিত্রনাট্যের পুরষ্কার৷ আর ওদিকে সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গীতের জন্য সেরা মৌলিক স্কোর-এর অস্কারে সম্মানিত হয়েছেন অ্যারন সরকিন৷ ব্ল্যাক সোয়ান ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করা নাটালি পোর্টম্যান পেলেন সেরা অভিনেত্রীর সম্মান৷ সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতেছে ডেনমার্কের ছবি ‘ইন আ বেটার ওয়ার্ল্ড’৷

এছাড়াও জাঁকজমকের সেরা বিনোদন বলে পরিচিত অস্কারের আসরে এবারে চোখে পড়েছে দুই তরুণ তরুণীর অনুষ্ঠান পরিচালনা৷ টিভি সিরিয়ালের দারুণ জনপ্রিয় হিরো ৩২ বছরের অভিনেতা জেমস ফ্রাঙ্কো আর ২৮ বছরের জনপ্রিয় নায়িকা অ্যান হাথাওয়ে মঞ্চ মাতিয়েছেন তাঁদের প্রতিভা আর গ্ল্যামার আর সৌন্দর্যের জৌলুসে৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী