1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কার মনোনয়নের শীর্ষে তোতলা রাজার গল্প, বাদ পড়লেন আমির

২৬ জানুয়ারি ২০১১

২০১১ সালের অস্কারের জন্য ১২টি ক্ষেত্রে মনোনয়ন পেল ‘কিংস স্পিচ’৷ চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লো ভারতের আমির খান প্রযোজিত ছবি ‘পিপলি লাইভ’৷

https://p.dw.com/p/103Bv
ছবি: Picture-Alliance/dpa

পুরস্কার পেলে কার না ভালো লাগে? কিন্তু চলচ্চিত্র জগতে অস্কার পুরস্কারের জন্য শুধু মনোনয়ন পাওয়াকেই এক বড় স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়৷ চলতি বছরের মনোনয়নের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ‘কিংস স্পিচ'৷ মোট ১২টি পুরস্কারের জন্য ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস নমিনেশন' পেয়েছে ব্রিটিশ ছবিটি৷ ব্রিটেনের রাজা চতুর্থ জর্জ নিজের তোতলামির সমস্যা মেটাতে কীভাবে তৎপর হয়েছিলেন, তা ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে৷

Film The King's Speech
‘কিংস স্পিচ’ ছবির একটি দৃশ্যছবি: centralfim

বাবার হত্যাকারীর খোঁজে এক তরুণীর সংগ্রাম নিয়ে তৈরি ‘ট্রু গ্রিট' পেয়েছে ১০টি মনোনয়ন৷ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গ'এর জীবন অবলম্বনে তৈরি ‘সোশাল নেটওয়ার্ক'কে ঘিরে প্রাথমিক প্রত্যাশা সত্ত্বেও ছবিটি মাত্র ৮টি ক্ষেত্রে মনোনয়ন পেয়েছে৷ কল্পবিজ্ঞান থ্রিলার ‘ইনসেপসন'ও পেয়েছে ৮টি মনোনয়ন৷

ভারতের প্রযোজক অভিনেতা আমির খান'এর ছবি ‘পিপলি লাইভ' সেরা বিদেশী ছবি হিসেবে মনোনয়নের দৌড়ে যোগ দিলেও শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে স্থান পায় নি৷ অস্কারের দৌড়ে আমির অবশ্য নতুন নন৷ এর আগে ২০০১ সালে ‘লাগান' ও ২০০৭ সালে ‘তারে জমিন পর' ছবি নিয়েও তিনি অস্কার মনোনয়নের প্রতিযোগিতায় নেমেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেন নি৷

মেক্সিকোর ছবি ‘বিউটিফুল' এই পর্যায়ে মনোনয়নের শীর্ষে রয়েছে৷ এমনকি এই ছবির নায়ক স্পেনের ডাকসাইটে অভিনেতা খাবিয়ের বার্দেম সেরা অভিনেতা হিসেবেও মনোনয়ন পেয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক