1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

৫ জানুয়ারি ২০১১

অস্ট্রেলিয়ার রেকর্ড মাত্রার বন্যায় কুইন্সল্যান্ড রাজ্যের পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং ৭৫ শতাংশ কয়লা খনি বন্ধ হয়ে গেছে৷ এগুলোই এশীয় ইস্পাত কারখানাতে জ্বালানি যুগিয়ে থাকে৷ কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী জানান এ তথ্য৷

https://p.dw.com/p/ztnA
flood, water, Dalby, Queensland, Australia torrential, downpours, inundated, অস্ট্রেলিয়া, বন্যা, প্লাবিত, বিস্তীর্ণ, এলাকা
অস্ট্রেলিয়ার বন্যায় প্লাবিত বিস্তীর্ণ এলাকাছবি: AP

গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম এই বন্যায় অস্ট্রেলিয়ায় যে বিস্তীর্ণ অঞ্চলের ক্ষতি সাধিত হয়েছে তার আয়তন জার্মানি ও ফ্রান্স'এর সমান৷ বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, কয়লা চালান বন্দরগুলোর সাথে প্রধান রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ফলে কয়লা রপ্তানি কমে গেছে - বেড়ে গেছে বিশ্বে কয়লার দাম৷

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী অ্যানা ব্লিঘ স্থানীয় টেলিভিশনে বলেন, বন্যার ফলে বর্তমানে আমাদের পঁচাত্তর শতাংশ কয়লা খনিতে কাজ হচ্ছে না৷ তাই এর ব্যাপক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক ইস্পাত উত্পাদনের ওপর৷

লা নিনার ফলে সৃষ্ট অস্ট্রেলিয়ার বন্যায় বাইশটি শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ লা নিনা'র কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ পূর্ব-এশীয় অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাত হয়ে থাকে৷

অস্ট্রেলিয়ায় ২০১০ সালে লা নিনার ফলে তৃতীয় রেকর্ড মাত্রার বৃষ্টিপাত হয়েছে৷ দেশটির আবহাওয়া দফতরের আশঙ্কা, বৃষ্টিপাত চলবে আরো তিন মাস৷

কুইন্সল্যান্ড হল অস্ট্রেলিয়ার অত্যন্ত বড় একটা রাজ্য৷ এটি হল বিশ্বের বৃহত্তম কয়লা রপ্তানিকারক রাজ্য৷ এই রাজ্যের রপ্তানি করা কয়লা ব্যবহৃত হয় ইস্পাত উত্পাদনে৷ তা ছাড়া অস্ট্রেলিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম গম রপ্তানিকারী দেশও৷ কুইন্সল্যান্ডের বন্যায় এবং বর্ষণে এই জাতীয় শস্যের অর্ধেক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা৷ প্রায় এক কোটি টন গম মানুষের খাওয়ার অনুপযুক্ত হয়ে যেতে পারে৷

বন্যা উপদ্রুত অঞ্চলের বাসিন্দারা বন্যার পানি আটকাতে নদীর তীরে বালির বস্তা ফেলছেন৷ উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বন্যার ফলে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন জন মারা গেছে৷ সাপ ও কুমির বন্যার পানির সাথে ঘরবাড়ি এবং দোকানপাটে ঢুকে পড়ছে৷ তাই কর্তৃপক্ষ জনসাধারণকে সাবধান করে দিয়েছে এই বলে যে তারা যেন বন্যার পানি থেকে দূরে থাকে৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক