1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার ভক্ত হলিউড তারকা জন ট্রাভোল্টা

১২ জুন ২০১০

ফুটবল বিশ্বকাপে বরাবরই অস্ট্রেলিয়াকে সমর্থন করেন হলিউডের তারকা অভিনেতা জন ট্রাভোল্টা৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ প্রিয় দলকে উৎসাহ দিতে নিজেই বিমান চালিয়ে হাজির হয়েছেন দক্ষিণ আফ্রিকায়৷

https://p.dw.com/p/Np2J
অলিভিয়া নিউটন জনের সাথে জন ট্রাভোল্টা (ফাইল ছবি)ছবি: picture-alliance/ dpa

এর আগে গত বিশ্বকাপেও সকারুদের দারুণ উৎসাহ দিয়েছিলেন পাল্প ফিকশন ছবির তারকা জন ট্রাভোল্টা৷ আগামীকাল রোববার ডারবানে অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে অন্যতম ফেভারিট জার্মানির৷ তার আগে শুক্রবার ট্রাভোল্টা নিজের কানতাস জেট বিমানটি চালিয়ে উড়ে গিয়েছেন ক্যাঙ্গারুদের শিবিরে৷ সঙ্গে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী কেলি প্রেসটন এবং কন্যা এলা৷

দক্ষিণ আফ্রিকার মুলডারড্রিফ এলাকাতে ক্যাম্পিং করছে অস্ট্রেলিয়া ফুটবল দল৷ সেখানে ট্রাভোল্টা যান এবং খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন৷ এক পর্যায়ে সকারুদের সঙ্গে নেচে গেয়ে সময় কাটান৷ সবার সঙ্গে ছবি তোলেন৷ খেলোয়াড়রাও এই হলিউড তারকাকে কাছে পেয়ে দারুণ আনন্দিত৷ দলের পক্ষ থেকে তাদের এক নম্বর সমর্থককে জার্সি উপহার দেওয়া হয়৷ জার্সির নম্বর ১০৷

এর আগেও ২০০৬ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়াকে সমর্থন জোগাতে সিডনিতে হাজির ছিলেন ট্রাভোল্টা৷ সেই ঘটনা মনে করে দলের অধিনায়ক এবং গোলরক্ষক মার্ক শোয়াৎজার ট্রাভোল্টাকে বলেন, আশা করি আমাদের জন্য এই ঘটনা শুভ হয়ে আসবে৷ কারণ এর আগের বারও তাঁর উপস্থিতি আমাদের জন্য শুভ হয়ে দেখা দিয়েছিলো৷ জার্মানদের বিরুদ্ধে ম্যাচে কোন ছাড় না দেওয়ার প্রতিশ্রুতিও তাঁরা দেন তাঁদের এই এক নম্বর সমর্থককে৷

প্রতিবেদন : রিয়াজুল ইসলাম

সম্পাদনা : আবদুস সাত্তার