1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ায় বন্যাত্রাণে এগিয়ে এলেন টেনিস তারকারা

১৩ জানুয়ারি ২০১১

বিশ্বখ্যাত টেনিস খেলোয়াড় রজার ফেডারার এবং রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ার বন্যা দুর্গতদের সহায়তায় একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন৷ এদিকে খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারের পরিকল্পিত অস্ট্রেলিয়ান ওপেন পিছিয়ে দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/zwzx
Rafael Nadal, Roger Federer
রজার ফেডারার এবং রাফায়েল নাদালছবি: AP

অস্ট্রেলিয়ার বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি৷ এই পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ১৫ জন৷ আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস শুরু হওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার থেকে ওপেন টেনিস শুরু হওয়ার কথা ছিল৷

রবিবারে মেলবোর্নের রড ল্যাভার এ্যারেনাতে বন্যা দূর্গতদের সহায়তায় একটি ত্রাণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ঐ ত্রাণ ব়্যালিতে যাঁরা খেলবেন, সেইসব অভিজাত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন

বেশ কয়েকবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, যেমন রজার ফেডারার, বিশ্বের একনম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল, কিম ক্লেইসটাস, লেইটন হিউইট, নোভাক জকোভিচ এবং প্যাট ব়্যাফ্টার৷

এক বিবৃতিতে ফেডারার বলেন, ‘‘বন্যা দুর্গতদের জন্যে অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে আমিও কাজ করছি৷'' তিনি বলেন, ‘‘এই দুর্যোগের ফলে হাজার হাজার অস্ট্রেলিয়র দুর্দশা অব্যাহত রয়েছে৷ এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্যে আমরা কিছুটা সহায়তা করতে চাচ্ছি৷''

Der australische Tennisspieler Lleyton Hewitt gewinnt Wimbledon
দুইবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিউইটছবি: AP

নাদাল বলেন, ‘‘বন্যাদুর্গতদের সহায়তায় যে কোনোভাবে কিছু করতে পেরে আমি খুব খুশি৷'' তিনি বলেন, ‘‘এ এক দুঃখজনক দুর্দশা, শুধু প্রাণহানির ঘটনাই নয়,জনগণ ঘরবাড়ি থেকেও বিতাড়িত হয়েছেন৷ তাই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে, প্রক্রিয়ার মাধ্যমে দুর্গতদের জন্যে অর্থ সংগ্রহে সহায়তায় অংশগ্রহণ করতে পেরে আমি খুশি৷''

দুইবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিউইট বলেন, ‘‘দুর্গতদের জন্যে সাধ্যমত করার এই এক সুযোগ টেনিস সম্প্রদায়ের৷'' তিনি বলেন, ‘‘শুধু একজন অস্ট্রেলিয় হিসেবে আমি কিছু করতে পারি না৷ কিন্তু টেনিস সম্প্রদায় যদি এই অবস্থায় মানুষের সহায়তায় ভূমিকা রাখে, তবে অস্ট্রেলিয় এবং আন্তর্জাতিক স্তরে আমরাও কিছু করতে পারি৷ আমি মনে করি, এই পরিস্থিতিতে সকলের হাত একত্রিত করে সহায়তা করা উচিত৷''

বৃহস্পতিবারে বাতিল হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন-গ্র্যান্ড স্ল্যাম সোমবারে শুরু হবার কথা রয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন