1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অস্ট্রেলিয়া ফুটবল দলের সহকারী কোচ হবেন বেকহ্যাম'

১ এপ্রিল ২০১০

না, কথাটা আসলে ঠিক নয়৷ অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে এমন রটনা ছড়িয়ে পাঠক ও শ্রোতাদের ‘এপ্রিল ফুল' করা হয়েছে৷

https://p.dw.com/p/MkBO
বেকহ্যামকে যদি সত্যি পাওয়া যেতো!ছবি: picture-alliance / dpa

১লা এপ্রিল – দিনটিতে একটু ঠাট্টা-মস্করা সহ্য করতেই হবে৷ তবে এক জন বা দু'জন নয় – শ্রোতা, দর্শক বা পাঠকদের বোকা বানাবার লোভ সংবাদ মাধ্যমও সামলাতে পারে না৷ এমন এক কাণ্ড করেছে অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড' এবং ‘এবিসি রেডিও'৷ গোপনে পরস্পরের সঙ্গে ষড়যন্ত্র করে তারা ফলাও করে ঘোষণা করেছে, যে ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম নাকি অস্ট্রেলিয়ার ফুটবল টিমের কোচ হতে রাজি হয়েছেন৷ তাও আবার কোচ নয়, সহকারী কোচ হয়ে৷

বেকহ্যাম নাকি একঝুড়ি ফল পেয়েই খুশি – তাই মোটা অঙ্কের পারিশ্রমিকও আর দাবি করে নি৷ অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন আহত বেকহ্যামকে কলা ও আনারস ভরা ঝুড়ি ও দ্রুত আরোগ্য কামনা করে কার্ড পাঠিয়ে এতই মুগ্ধ করে দিয়েছে, যে তিনি আবেগে আপ্লুত হয়ে অস্ট্রেলিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছেন৷ পাছে শ্রোতাদের মনে সন্দেহ হয়, তাই বেকহ্যাম'এর কণ্ঠ নকল করে কেউ একজন আবার একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন৷ কথার মাঝে অবশ্য এমন কিছু শব্দ-সঙ্কেত ছিল, যার ফলে মনে কিছুটা সন্দেহ দেখা দিতে পারতো৷ কিন্তু বেশীরভাগ শ্রোতাই এসব খেয়াল করেন নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক