1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যানথ্রাক্স প্রতিরোধে বাংলাদেশে রেড এলার্ট

৫ সেপ্টেম্বর ২০১০

অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় সীমান্তসহ সারাদেশে রেড এলার্ট জারি করেছে মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়৷ বঙ্গবন্ধু যমুনা সেতু এলাকায় গরুসহ গবাদি পশু পারাপার নিয়ন্ত্রণে ক্যাম্প বসানো হয়েছে৷

https://p.dw.com/p/P4qK
BANGLADESH map
ছবি: AP

সিরাজগঞ্জসহ সারাদেশের ৪ জেলার ৮টি উপজেলায় অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে৷ সর্বশেষ পঞ্চগড় জেলায় একজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হওয়ায় রোববার সারাদেশে রেড এলার্ট জারি করে মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়৷ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, এই রোগ আর যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই সর্বোচ্চ সতর্কতা৷ তিনি জানান, আক্রান্ত গরু থেকে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ে, বিধায় যমুনা নদী পার হয়ে যাতে আক্রান্ত গরু ঢাকার দিকে আসতে না পারে সেজন্য সেতু এলাকায় ক্যাম্প বসানো হয়েছে৷

অন্যদিকে রোগতত্ত্ব বিভাগের পরিচালক ডা. মাহমুদুর রহমান ডয়চে ভেলেকে জানিয়েছেন, পঞ্চগড়ে আক্রান্ত একজন অ্যানথ্রাক্স রোগী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷ তিনি বলেন, সারাদেশে অ্যানথ্রাক্স ছড়ায়নি, মাত্র ৪ জেলায় এই রোগের অস্তিত্ব পাওয়া গেছে৷ তাই রেড এলার্ট জারির মত কিছু ঘটেনি৷

ডা. মাহমুদুর রহমান জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দু'জন রোগী সিরাজগঞ্জে আক্রান্ত হয়েছেন, ঢাকায় নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম