1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অ্যানুয়াল গ্লোব অ্যাওয়ার্ড’ পেলেন অনুপ জালোটা

২১ জুলাই ২০১০

ভারতীয় সঙ্গীতশিল্পী অনুপ জালোটা পেলেন ব্রিটিশ সংসদের অ্যানুয়াল গ্লোব অ্যাওয়ার্ড৷ বিশ্বব্যাপী গানের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্যই তাঁকে দেওয়া হলো এই পুরস্কার৷

https://p.dw.com/p/OQQH
ব্রিটিশ, সংসদ ভবন, Britain, Parliament, London, অনুপ, জালোটা, ‘অ্যানুয়াল গ্লোব অ্যাওয়ার্ড’ Annual Globe Award
ব্রিটিশ সংসদ ভবনছবি: AP

সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব কমন্সে জালোটার হাতে এ সম্মানজনক পুরস্কার তুলে দেন স্পিকার জন বারকো৷ গজল ও ভজনশিল্পী অনুপ জালোটা হাউস অফ কমন্সে বেশ কয়েকটি সঙ্গীতও পরিবেশন করেন৷

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য কিথ ভাজ বলেন, ‘‘আমি ভারতের অন্যতম শ্রেষ্ঠ গায়ক অনুপ জালোটাকে নিয়ে প্রচণ্ড রোমাঞ্চিত ছিলাম৷ তিনি যে আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন তা আমরা ভাবতেই পারিনি৷'' তিনি বলেন, ‘‘আমার সন্দেহ হয় যে, ব্রিটিশ সংসদের দেওয়ালগুলো কখনও এতোটা সম্মোহনকারী সঙ্গীত শুনেছে কি না৷''

‘ভজন সম্রাট' খ্যাত অনুপ জালোটা ১৯৫৩ সালের ২৯ জুলাই ভারতের নৈনিতালে জন্ম গ্রহণ করেন৷ আটটি ভাষায় সঙ্গীত চর্চা করেন জালোটা৷ ভজন ও গজলসহ বিভিন্ন ধারার দেড় সহস্রাধিক সঙ্গীত গেয়েছেন তিনি৷ সঙ্গীত পরিবেশন করে মাতিয়েছেন পাঁচটি মহাদেশের চার শতাধিক শহরের সঙ্গীতপ্রেমীদের৷ গেয়েছেন পাঁচ হাজারেরও বেশি লাইভ কনসার্টে৷ গত তিন দশকে জালোটার ভজন ও গজলের প্রায় দুই শতাধিক অ্যালবাম মুক্তি পেয়েছে৷

উল্লেখ্য, গত বছর ‘অ্যানুয়াল গ্লোব অ্যাওয়ার্ড' পান বিশিষ্ট চিত্র শিল্পী এম এফ হুসাইন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম