1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপল-ও উইকিলিক্সের সঙ্গে সম্পর্ক শেষ করলো

২৩ ডিসেম্বর ২০১০

ভিসা, মাস্টারকার্ড, অ্যামাজন ডটকম আর ব্যাংক অব অ্যামেরিকার সঙ্গে যোগ হলো অ্যাপল৷ তারাও সম্পর্ক ছিন্ন করলো উইকিলিক্সের সঙ্গে৷

https://p.dw.com/p/zod1
অ্যাপলের সদর দপ্তরছবি: AP

অনলাইন স্টোরে থাকা একটি অ্যাপ্লিকেশন, যেটা ব্যবহারকারীদের উইকিলিক্সের ওয়েবসাইটে নিয়ে যেত, সেটা সরিয়ে ফেলেছে অ্যাপল৷

তাহলে কি উইকিলিক্স সমর্থকদের পরবর্তী আক্রমণের শিকার হতে যাচ্ছে অ্যাপল? “হতেও পারে'', বলছেন ইউএস সাইবার কনসেকোয়েন্সেস ইউনিটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জন বুমগার্নার৷

আসলেই সত্যি সত্যিই আক্রমণ হতে পারে৷ কারণ এর আগে যে-ই উইকিলিক্সের বিরুদ্ধে লেগেছে সমর্থকরা স্বতপ্রণোদিত হয়ে তার সাইটেই হামলা চালিয়েছে৷ তাইতো ভিসা বলুন আর মাস্টারকার্ড বলুন সবারই সাইট কয়েক ঘন্টার জন্য এলোমেলো করে ফেলেছিল হ্যাকাররা৷ বাদ যায়নি সুইডেনের সরকারী ওয়েবসাইটও৷

ইতিমধ্যে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের এক সমর্থক টুইট করে অ্যাপলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন৷ আরেকজন বলেই দিয়েছেন এই কারণে তিনি কখনো অ্যাপলের পণ্য কিনবেন না৷ মানে হলো তিনি উইকিলিক্সের কারণে অ্যাপলের হিট পণ্য আইফোন, আইপ্যাড কিছুই কিনবেন না৷

এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলছেন, তাঁরা গোয়েন্দাগিরি আইনে আসাঞ্জকে ধরার পরিকল্পনা করছেন৷ এই আইনে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য প্রকাশ দন্ডনীয় অপরাধ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম