1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপেকে চীনের মুক্ত-বাণিজ্য রোডম্যাপ অনুমোদিত

১১ নভেম্বর ২০১৪

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট, অ্যাপেক এর সম্মেলনে মুক্ত-বাণিজ্য বিষয়ে চীনের প্রস্তাবিত রোডম্যাপ অনুমোদন পেয়েছে৷ চীনের প্রেসিডেন্ট শি চিনপিং একে ‘ঐতিহাসিক প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন৷

https://p.dw.com/p/1DlG9
APEC Gipfel Gruppenfoto 10.11.2014 Peking
ছবি: Reuters/K. Lamarque

তিনি বলেন, ‘‘আমাদের আজকের আলোচনাকে আমি খুব তাৎপর্যপূর্ণ মনে করি৷ এখন গর্ব নিয়েই বলতে পারি, আজ আমরা ঠিক কাজটি করেছি৷’’ এই রোডম্যাপ নিয়ে যুক্তরাষ্ট্র এবং অ্যাপেক সম্মেলনের এবারের আয়োজক চীনের মতপার্থক্য ছিল৷ অ্যাপেকের সব সদস্য রাষ্ট্রকে নিয়েই মুক্তবাণিজ্যের পরিকল্পনার কথা বলে আসছিল চীন৷ যুক্তরাষ্ট্র চেয়েছিল ট্র্যান্স প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে এ বাণিজ্যিক বন্ধন চীন ছাড়া অন্য ১২টি প্যান প্যাসিফিক দেশের সঙ্গে হোক৷ অবশেষে বরফ গলেছে৷ যুক্তরাষ্ট্রেরও সবুজ সংকেত পেয়েছে চীনের রোডম্যাপ৷

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট জানান, অ্যাপেকের সদস্য দেশগুলো চীনের প্রস্তাবকে আগামী দু বছর পর্যবেক্ষণ করতে সম্মত হয়েছে৷

বেইজিংয়ের সম্মেলন আরো কিছু ইতিবাচক ইঙ্গিতও রেখেছে৷ এই সম্মেলনকে উপলক্ষ্য করেই গত আটমাসে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দু দেশের মধ্যে চলমান উত্তেজনাকে পাশে রেখে পাশাপাশি বসে কথা বলেছেন৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও নিজেদের মধ্যে আলোচনার এ সুযোগটা ছাড়েননি৷ পুটিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, দুই রাষ্ট্রনায়কের সংক্ষিপ্ত আলোচনায় ‘দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন, সিরিয়া এবং ইরান’ প্রসঙ্গও এসেছে৷

তবে মূলত রাষ্ট্রনায়কদের নিয়ে আয়োজিত এ সম্মেলনের বড় বড় খবরকেও ছাপিয়ে গেছে ভ্লাদিমির পুটিনের চাদর৷ সেই চাদর নিজ হাতে চীনের প্রেসিডেন্টের স্ত্রী পেং লিউইয়ানকে পরিয়ে দিয়েছেন পুটিন৷ এক সময়ের সংগীত শিল্পী পেং তাতে বিব্রত হয়েছেন কিনা জানা যায়নি৷ চীনা প্রেসিডেন্টের স্ত্রীকে পুটিনের চাদর পরানোর ছবি খুব অল্প সময়েই ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে৷ সরকারি হস্তক্ষেপের কারণেই সম্ভবত সেই ছবি পরে প্রায় সব জায়গা থেকেই প্রত্যাহার করে নেয়া হয়৷

এসিবি/জেডএইচ (এপি, ডিপিএ)

APEC Gipfel Xi Jinping Rede 11.11.2014
äএখন গর্ব নিয়েই বলতে পারি, আজ আমরা ঠিক কাজটি করেছি৷’ছবি: Reuters/G. Chai Hin
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য