1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে বেশি সুন্দরী?

২৩ জুলাই ২০১৪

তুষার কন্যা – রূপকথার সেই গল্পের কথা মনে আছে যেখানে দুষ্টু রানী আয়নাকে প্রতিদিন জিজ্ঞেস করত ‘আয়না তুই বল কে বেশি সুন্দরী?’ আয়না বরাবরই বলত পৃথিবীর সবচেয়ে সুন্দরী তুমি রানী৷ ‘বিউটি মিরর’ অ্যাপটি অনেকটা এমনই৷

https://p.dw.com/p/1Cgdf
Spiegelbild Frau Lippenstift
ছবি: picture alliance / Bildagentur-online/Begsteiger

এর ফলে প্রচুর পয়সা খরচ করে আপনাকে সৌন্দর্য্য চর্চা বা কোনো সার্জারি করাতে হবে না৷ অ্যাপটি নিজে থেকেই আপনার সৌন্দর্য বর্ধন করবে৷ আপনি কেবল আপনার সেল্ফি তুলে ফেসবুক বা টুইটারে পোস্ট করে হৈ চৈ ফেলে দিতে পারেন৷

জেনে নিন ‘বিউটি মিরর' অ্যাপটি কি কি ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে৷ এই অ্যাপের সাহায্যে ফিল্টার ব্যবহার করে আপনার মুখমণ্ডলের বলিরেখা দূর করতে পারবেন, ঠোঁট বড় করতে বা পুরু করতে পারবেন, ভ্রু ওপরে ওঠাতে পারবেন এবং এরপর নিজের চেহারা আপনার পছন্দ হলে সেটির ছবি বা ভিডিও তুলে আপলোড করতে পারবেন৷

‘বিউটি মিরর' অ্যাপটি নির্মাণ করেছে টরোন্টোভিত্তিক কোম্পানি মোডিফেস৷ কোম্পানির প্রধান নির্বাহী বললেন, ‘‘একটি মানুষের চেহারায় বাস্তব পরিবর্তন ঘটানোই আমাদের উদ্দেশ্য৷ অর্থাৎ বাস্তবে কারো মুখমণ্ডলে যে পরিবর্তনগুলো করা সম্ভব সেটাই করবে অ্যাপ৷ ফলে যখন কেউ ঐ পরিবর্তিত ছবি ফেসবুকে আপলোড করবে তখন কেউ এটাকে অবাস্তব বলে মনে করবে না৷'' তিনি আরো জানান, ‘‘পরিবর্তনটা এতটাই সামান্য ও স্বাভাবিক যে কারো খুব একটা চোখে লাগবে না৷ সামান্য পরিবর্তন, যা কেউ বুঝতেই পারবে না, তবে স্বীকার করবে যে মেয়েটিকে আগের চেয়ে সুন্দর লাগছে৷''

একই ধরনের আরেকটি অ্যাপ বাজারে এনেছে ফরাসি কসমেটিক ব্র্যান্ড লরেয়াল, যার নাম ‘মেকআপ জিনিয়াস'৷ এই অ্যাপটির সাহায্যে নারীরা পণ্য কেনার আগেই অ্যাপের সাহায্যে যাচাই করতে পারবেন কোন আইশ্যাডো বা কোন মেকআপটি তাঁর ত্বকের জন্য সঠিক৷ ফলে বাজে খরচের হাত থেকে রেহাই পাবেন ক্রেতা৷

এপিবি/জেডএইচ (এপি, রয়টার্স)