1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় মহিলা প্রোফেসরের এলোপাথাড়ি গুলি, নিহত তিন

১৩ ফেব্রুয়ারি ২০১০

আবার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গুলি চালিয়ে হত্যা৷ এবারও অ্যামেরিকায়৷ ঘাতক এক নারী প্রোফেসর৷ নিহত তিনজন, আহত অন্তত একজন৷ বন্ধ অ্যালাবামা বিশ্ববিদ্যালয়৷ চলছে তদন্ত৷

https://p.dw.com/p/M0MP
শিক্ষা প্রতিষ্ঠানে আবারও অস্ত্রের দাপাদাপিছবি: AP/Reproduktion: Daniel Roland

পাশ্চাত্য বিশ্বে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যার ঘটনা একের পর এক ঘটতে দেখা যাচ্ছে৷ সর্বশেষ ঘটনাটি শুক্রবারের৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের হুন্টসভিলে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়েরই এক সশস্ত্র মহিলা বায়োলজি প্রোফেসর এদিন এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করেছে তিনজনকে৷ গুলিতে আহত আর এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক৷ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রে গার্নার এই খবর জানিয়ে বলেন, ঘাতক ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে৷

গুলিচালনার ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়৷ আতঙ্কিত ছাত্রছাত্রীদের শান্ত করতে বিশেষ কাউন্সিলর নিয়োগ করা হয়েছে বলেও জানান গার্নার৷ হামলাকারী ওই মহিলার পরিচয় এখনও প্রকাশ করেননি গার্নার তবে সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, অ্যামি বিশপ নামের ওই মহিলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক৷ অ্যামি যাদের গুলি চালিয়ে হত্যা করেছে, তাঁরা সকলেই ছিলেন বিজ্ঞান বিভাগের ফ্যাকাল্টি মেম্বার৷ সরকারিভাবে এখনও প্রকাশিত হয়নি নিহতদের নামধামও৷

Mahnwache für die Opfer von Blacksburg - Großbild
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত তেত্রিশজনের জন্য স্মরণসভা (ফাইল ছবি)ছবি: AP

হুস্টনভিলের মেয়রের দপ্তর সূত্রে দপ্তরের মুখপাত্র টেরেন্ট হিল-কে উদ্ধৃত করে অ্যাসোসিয়েটেড প্রেস এজেন্সির দাবি, ওই হামলায় আরও বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন৷ তবে তাঁদের সংখ্যা কতজন এবং তাঁদের শারীরিক অবস্থা কী সে বিষয়ে কোন বিশদ তথ্য এ পর্যন্ত জানানো হয়নি৷

মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এ ধরণের গুলি চালানোর ঘটনা প্রায়শই দেখা যায়৷ সমাজবিজ্ঞানীরা এর নেপথ্যের কারণ হিসেবে অনেক ধরণের ব্যাখ্যা দিয়েছেন৷ এই দশকের মধ্যে এ ধরণের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে৷ সেই ঘটনায় মারা যায় মোট তেত্রিশজন৷ প্রসঙ্গত, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের হামলার একাধিক নিদর্শন সাম্প্রতিক অতীতে দেখা গেছে ইউরোপের কয়েকটি দেশেও৷ ব্যতিক্রম নয় জার্মানিও৷ গত বছরের মার্চ মাসে জার্মানির ভিনেনডেন শহরের একটি স্কুলে এক জার্মান ছাত্র নয়জন সহপাঠী এবং তিন শিক্ষক সহ মোট পনেরোজনকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছিল৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - সাগর সরওয়ার