1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএইএ'র প্রতিবেদন ভিত্তিহীন, বললো ইরান

১৯ ফেব্রুয়ারি ২০১০

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রতিবেদনকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে দেশটি৷

https://p.dw.com/p/M5yt
আয়াতুল্লাহ খামেইনি আইএইএ'র প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছেনছবি: AP

আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো সংস্থার পরিচালকমণ্ডলীর কাছে বৃহস্পতিবার তাঁর প্রথম প্রতিবেদন প্রকাশকালে বলেন, ইরান হয়তো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে৷

তবে ইরানের শীর্ষনেতা আয়াতুল্লাহ আলী খামেইনি শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, তাঁর দেশ পরমাণু অস্ত্রে বিশ্বাস করে না এবং এই অস্ত্র তৈরিও করছেনা৷ তিনি বলেন, পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন৷ খামেইনি বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাসও এ ধরণের অস্ত্র ব্যবহার সমর্থন করেনা৷ উল্লেখ্য, ঐ অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের প্রথম নৌযান বিধ্বংসী অস্ত্রের উদ্বোধন করা হয়৷

আইএইএ'তে ইরানের দূত আলী আসগর সোলতানিয়ে বলেছেন, এর আগেও তাঁকে যখন এ ধরণের প্রতিবেদন দেখানো হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে, ঐ প্রতিবেদনগুলোর উপর 'গোপন' বলে কোনো কিছু লেখা নেই৷ এর মানে হলো প্রতিবেদনগুলো জাল৷

এদিকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আইএইএ'র প্রতিবেদনের পর ইরানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ শুক্রবার বার্লিনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে ম্যার্কেলের মুখপাত্র উলরিশ ভিলহেল্ম বলেন, ইরানে পরমাণু অস্ত্রের বিষয়ে জার্মানি বহুদিন থেকে যে আশঙ্কা করে আসছিল আইএইএ'র প্রতিবেদন সেটিকেই সত্য প্রমাণ করেছে৷

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হলে জার্মানি তা সমর্থন করবে৷ তবে দেশটির পরমাণু স্থাপনায় সামরিক হামলার বিপক্ষে জার্মানি, বলে জানান ম্যার্কেলের মুখপাত্র৷ বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক তত্পরতাই প্রধান ভূমিকা রাখা উচিৎ বলে তিনি মনে করেন৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে আশা প্রকাশ করেছেন, এবার হয়তো চীন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সমর্থন দিবে৷ উল্লেখ্য, পরমাণু কর্মসুচির কারণে পশ্চিমা বিশ্ব চীনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে চিন্তাভাবনা করলেও চীন এতে সমর্থন দিবে না বলে মনে করা হয়৷

Westerwelle / Sicherheitskonferenz / München
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আশা করছেন এবার চীন ইরানে নিষেধাজ্ঞা আরোপে সমর্থন দিবেছবি: AP

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পরমাণু কর্মসুচির বিষয়ে আইএইএ-কে সহযোগিতা না করায় রাশিয়া খুবই উদ্বিগ্ন৷ তিনি বলেন, এটা মেনে নেয়া যায়না৷

ইরান বিষয়ে রাশিয়ার এই প্রতিক্রিয়াকে বিশেষজ্ঞরা দেশটির প্রতি রাশিয়ার মনোভাবের কিছুটা পরিবর্তন হিসেবে দেখছে৷ কারণ এতদিন রাশিয়াও চীনের মত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করে এসেছে৷

এদিকে জার্মানির রিইন্স্যুরেন্স কোম্পানি মিউনিখ আরই এজি ইরানের বিমা কোম্পানিগুলোর সঙ্গে আর ব্যবসা করবেনা বলে ঘোষণা করেছে৷ কোম্পানিটির মুখপাত্র শুক্রবার জানিয়েছে, ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আবদুস সাত্তার