1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর দখলে পালমিরা, আবার শিল্পকর্ম ধ্বংসের আশঙ্কা

২২ মে ২০১৫

সিরিয়ার প্রাচীন শহর পালমিরা দখল করে নিয়েছে আইএস৷ সেখানে বেসামরিক লোকও হত্যা করেছে জঙ্গি সংগঠনটি৷ সুপ্রাচীন শিল্পকর্মগুলোর ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা৷

https://p.dw.com/p/1FU8Z
Theater Palmyra
ছবি: picture-alliance/CPA Media/Pictures From History/D. Henley

সিরিয়ার প্রায় অর্ধেক এখন আইএস-এর দখলে৷ বুধবার ২ হাজার বছরের পুরোনো শহর পালমিরাও দখল করে নেয় সুন্নি মুসলমানদের এই জঙ্গি সংগঠন৷ সংগঠনের কর্মীরা টুইটারে এ খবর জানায়৷ ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সেখানে এ পর্যন্ত কমপক্ষে ১৭ জনকে হত্যা করেছে আইএস৷ নিহতরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক অথবা তাঁর অনুগত বাহিনীর সদস্য৷ পালমিরার অন্তত এক তৃতীয়াংশ অধিবাসী শহর ছেড়ে পালিয়েছে৷

এর আগে ইরাকের মোসুল এবং নিমরুদ দখলের পর সেখানকার প্রাচীন নিদর্শন ধ্বংস করেছিল আইএস৷ এবার সিরিয়ার পালমিরার প্রাচীন শিল্পকর্মগুলোরও একই পরিণতির আশঙ্কা করা হচ্ছে৷ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেছেন, ‘‘পালমিরা মরুর বুকে অনন্য এক ঐতিহ্যবাহী প্রাচীন নিদর্শন৷ এর কোনো অংশ ধ্বংস করলে তা যে শুধু যুদ্ধাপরাধ হবে তা-ই নয়, তাতে মানবতারও অপরিমেয় ক্ষতি হবে৷''

ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ায় আইএস শিল্পনিদর্শন ধ্বংসসহ নানা ধরনের যুদ্ধাপরাধ করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে৷ এক বিবৃতিতে ইইউ-র পররাষ্ট্রনীতি বিষয়ক সমন্বয়ক ফেডেরিকা মোগেরিনি বলেন, ব্যাপক হত্যাকাণ্ড এবং প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নিদর্শন ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা যুদ্ধাপরাধের পর্যায়েই পড়ে৷

এসিবি/ এসবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য