1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর বিরুদ্ধে ‘সবচেয়ে সফল অভিযান'

১৯ ডিসেম্বর ২০১৪

জঙ্গি গোষ্টী ইসলামিক স্টেট বা আইএস-এর নিয়ন্ত্রণে থাকা সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি ইরাকি কুর্দিদের৷ এদিকে, মার্কিন বাহিনী তাদের বিমান হামলায় আইএস-এর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার খবর দিয়েছে৷

https://p.dw.com/p/1E7Lb
Weibliche Peschmerga - Einheiten in der kurdisch-irakischen Armee
ছবি: picture alliance/AA

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকার গোয়েন্দা প্রধান মাশরুর বারজানি বলেন, ‘‘পেশমের্গা বাহিনী সিনজার পাহাড়ে পৌঁছেছে এবং সেখানে থাকা অবরোধ তুলে নেয়া হয়েছে৷''

প্রায় আট হাজার পেশমের্গা সদস্য দু'দিন ধরে ঐ অঞ্চলে অভিযান চালায়৷ সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা বাহিনীর আকাশ থেকে চালানো বিমান হামলা৷ এর ফলে সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের৷

Kampf um Kobane 17.11.2014 Luftangriff
তুর্কি সীমান্তে কোবানি’তে মার্কিন বিমান হানাছবি: picture-alliance/AP/Vadim Ghirda

বারজানি এই অভিযানকে আইএস-এর বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ও সবচেয়ে সফল' সামরিক অভিযান বলে আখ্যায়িত করেন৷

গত আগস্ট মাসে আইএস সিনজার এলাকায় বসবাস করা ইয়াজিদি গোষ্ঠীর মানুষজনের উপর হামলা করে শত শত লোককে হত্যা করে বলে জানা গেছে৷ সে সময় হাজার হাজার মানুষ ভয়ে ঐ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়৷

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস-এর বিরুদ্ধে আকাশ থেকে বিমান হামলা চালানোর ঘোষণা দেন৷

পেশমের্গা যোদ্ধাদের সবশেষ অভিযান সফল হওয়ার যে দাবি করা হচ্ছে সেটা সত্য হলে অবরুদ্ধ ইয়াজিদিরা মুক্ত হতে পারবেন৷

ঊর্ধ্বতন আইএস নেতা নিহত?

পেন্টাগন জানিয়েছে গত কয়েকদিনে চালানো বিমান হামলায় আইএস এর অন্তত তিনজন উচ্চ পদস্থ নেতা নিহত হয়েছে৷ এর ফলে আইএস-এর ক্ষমতা অনেকখানি খর্ব হবে বলে মনে করেন পেন্টাগন মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবি৷ অবশ্য আইএস-এর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে তাদের ঊর্ধ্বতন নেতাদের নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি৷ এই অ্যাকাউন্টগুলো থেকে সাধারণত জিহাদিদের খবর প্রচার করা হয় বলে জানিয়েছে এএফপি৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য