আইপড পাচ্ছেন পাঠক বন্ধু... | পাঠক ভাবনা | DW | 27.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আইপড পাচ্ছেন পাঠক বন্ধু...

গত সপ্তাহান্তে অন্বেষণ কুইজের প্রশ্ন ছিল, চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনতে পারে কোন কাঁচি? সঠিক উত্তর – চিকিৎসায় বিপ্লব আনতে পারে ‘মলিকিউলার-কাঁচি'৷ এ প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন মোট ৩৯৬ জন বন্ধু৷

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হয়েছেন মো.আনোয়ার ইকবাল মুক্তা, তালোরা, বগুড়া, বাংলাদেশ থেকে৷ বন্ধু আনোয়ার, আপনাকে অভিনন্দন! আপনার পুরো ঠিকানা আমাদের কাছে রয়েছে, অর্থাৎ কুইজের উত্তরেই আপনি পাঠিয়ে দিয়েছেন আপনার ঠিকানা৷ কাজেই নতুন করে আর তা পাঠানোর দরকার নেই৷

আর হ্যাঁ, আরো একটি কথা৷ পূর্ব অভিজ্ঞতা আমরা দেখেছি যে, বেশ কয়েকজন বন্ধু বিজয়ী হওয়ার পর দু'মাস চলে গেলেও তাঁরা তাঁদের ঠিকানা পাঠাননি৷ তারপর হঠাৎ করেই বহুদিন পর তাঁরা অভিযোগ করেছেন যে, তাঁদের পুরস্কার কেন পাঠানো হয়নি বা এখনো কেন তাঁরা পাননি ইত্যাদি৷ তাই আমরা বিজয়ী বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করছি, বিজয়ী হওয়ার দু'সপ্তাহের মধ্যে ঠিকানা পাঠিয়ে দেবেন৷ তা না হলে পরে সেই পুরস্কারের জন্য বিজয়ী বন্ধুর আর কোনো দাবি থাকবে না৷ বরং পুরস্কারটি পরবর্তীতে অন্য কোনো বিজয়ী বন্ধুকে পাঠানো যেতে পারে৷

কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷

অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক টুইটারে মন্তব্য করা যায়৷ যাই হোক, আবারো ধন্যবাদ সকলকে৷ আমাদের ওয়েবসাইটের নতুন আঙ্গিক সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত জানালে ভালো লাগবে৷ সব বন্ধুদের জন্য অবেক অনেক শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন