1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল-এর নিলামে কেনা-বেচা

১০ জানুয়ারি ২০১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল-এর চতুর্থ আসরের দু'দিনের নিলামে তারকা খেলোয়াড়দের প্রতি ভাগ্যদেবী সুপ্রসন্ন ছিলেন না৷ বিশ্বের বহু নামীদামী খেলোয়াড়ের জন্যেই কোনো দল কোনো দাম হাঁকায়নি৷

https://p.dw.com/p/zvoB

যে সব তারকা খেলোয়াড়দের জন্যে কোনো দলের পক্ষ থেকেই কোনো দাম হাঁকানো হয়নি, তাদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, শ্রীলঙ্কার ব্যাটসম্যান সনৎ জয়সুরিয়া, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ক্রিস গেইল এবং দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার৷

শীর্ষ দশ দামী খেলোয়াড়

শীর্ষ দশজন দামী খেলোয়াড় হলেন গৌতম গম্ভীর (২৪ লাখ ডলার, কলকাতা নাইট রাইডার্স), রবিন উথাপ্পা (২১ লাখ ডলার, পুনা ওয়ারিয়র্স), ইউসুফ পাঠান (২১ লাখ ডলার, কলকাতা নাইট রাইডার্স), রোহিত শর্মা (২০ লাখ ডলার, মুম্বাই ইন্ডিয়ান্স), ইরফান পাঠান (১৯ লাখ ডলার, দিল্লী ডেয়ারভেভিলস)৷

এছাড়া পাঁচজনের দাম ধরা হয়েছে ১৮ লাখ ডলার৷ তারা হলেন মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস), শচীন টেন্ডুলকার (মুম্বই ইন্ডিয়ান্স), শেন ওয়ার্ন (রাজস্থান রয়্যালস), বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) ও ভিরেন্দর শেহবাগ (দিল্লী ডেয়ারডেভিলস)৷ তারা সবাই তাদের আগের দলে রয়ে গেছেন৷

যুবরাজ সিং (১৮ লাখ ডলার, পুনা ওয়ারিয়র্স), সৌরভ তিওয়ারি (১৬ লাখ ডলার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), মাহেলা জয়াবর্ধনে (১৫ লাখ ডলার, কোচি), ডেভিড হাসি (১৫ লাখ, কিংস ইলেভেন পাঞ্জাব), সুরেশ রায়না (১৩ লাখ ডলার, চেন্নাই সুপার কিংস) ও ডেল স্টেইন (১২ লাখ ডলার, ডেকান চার্জার্স)৷

Indien Cricket Gautam Gambhir 2
গৌতম গম্ভীর শীর্ষ দামী খেলোয়াড়ছবি: AP

এছাড়া হরভজন সিং ১৩ লাখ ডলারের বিনিময়ে থেকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে৷ একই অঙ্কের অর্থের বিনিময়ে শেন ওয়াটসন তার পুরনো দল রাজস্থান রয়্যালসে থেকে গেছেন৷

বাংলাদেশের সাকিব ছাড়া সবাই বাদ পড়েছেন

ব্যাঙ্গালোরে আইপিএল নিলামের শেষদিন রবিবার বাংলাদেশের যে সব ক্রিকেটাররা যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া অন্য কারো জন্যে দাম হাঁকা হয়নি৷ বিডি নিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মতুর্জা, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সৈয়দ রাসেল, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাকের জন্য দাম হাঁকায়নি কোনো দল।

প্রথম দিন শনিবার অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ লাখ ২৫ হাজার ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৩ কোটি) দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স৷ তার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছিল ২ লাখ ডলার৷ বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের জন্যেও কোনো দল দাম হাঁকায়নি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী